হৃদগোলাপ
রঙ ছুঁয়ে বসন্ত আসে আবীর মাখা গা'য়...
বন্ধুবাতাস হঠাৎ তখন বন্দী থেকে যায়..
মনখারাপি ঘন্টা কিছু৷ দায়সারা সব কাজ,
রিক্ত প্রজার রঙীন হৃদয়৷ উগ্র মহারাজ৷
হাতছানি দেয় হৃদয় জোয়ার , সমুদ্র হুঙ্কার...
এক একটা দিন নিজের মতই সাঁতরানো দরকার৷
দাবার ছকে বন্দী প্রহর৷ নিঃস্ব রাতের চাঁদ৷
ভিডিও কলেই ক্ষনিক চুমু, আনন্দ সংবাদ৷
শান্ত বিকেল রাস্তা মাপে৷ জনহীন৷ মরুভূমি৷
এক সু-দিনের স্বপ্ন দেখার চোখ আজও সংযমী৷
আকাশ থেকে আসবে হঠাৎ তারা খসার দিন,
ঝরার আগেই হৃদগোলাপের গন্ধ টেনে নিন।
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..