বিক্রি বরফ
জানি ওই শীতের দেশে ঘুমের শেষে,
হতাশার মুখ ঢেকে যায় সূর্য ওঠে৷
কত রাত কাঁদার পরে আদর জোটে,
সে আজও হাসতে পারে এক নিমেষে৷
আকাশের বরফ ঝরা সফেদ টিলা;
মেয়েটির নামটা কি ঠিক.... কি ভুটিয়া?
রংটা দুধেল, চোখও আশমানীয়া৷
সে রোজই স্বপ্ন সাজায় মুন্নি - শিলার৷
নমনীয় পাথর ভাঙে কঠিন পায়ে,
ভরসায় ট্যুরিস্ট গাড়িই, ভাগ্যক্রমে৷
বুকে তার ফুল ফোটে না, পাথর জমে৷
ওরা রোজ জীবন বাঁচে পাহাড় খেয়ে৷
কত রাত, স্বপ্নেরা সব মাইল দূরে...
মুন্নিরা বিক্রীত হয় বাজার দরেই৷
✍প্রভাত ঘোষ.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..