পদার্পন

বুকের ভেতর একটা আবার
ঝড়ের আভাস৷
সামনে কাঁচের দরজা, খানিক
বিহ্বলতাও৷
এই না কি সেই নেভার আগের
শান্ত আকাশ...
অতীত থেকেই কুড়িয়ে নিলাম
সান্ত্বনাটাও৷

ছিলাম শুধুই মরসুমি চাঁদ,
একলা পথিক৷
পূর্ণিমাটাও আসবে এবার
নিয়ম করেই৷
শক্ত হাতেই আগলে রাখার
ভরসা জোগাই৷
সন্ধ্যা তারাও জ্বলতে শেখায়
অন্ধকারেই৷

সাগর - পাহাড়, ইচ্ছে গুলোও
ভিন্ন রকম৷
ভিন্নতাটাই বাঁচার রসদ
একঘেঁয়েমির৷
আস্তে আস্তে সামলে নেবই
ট্যাটুর জখম৷
প্রহর শেষের ঘর খুজে নেয়
একলা পাখিই৷
              ✍ প্রভাত.

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত