ফেলে আসা রং

১)
আরও কত কাছাকাছি 
আরও কত চোখের গভীরে

আবীর না হাতের নরম
কে— বেশি বসন্ত মাখালো

দু-গাল ছোঁয়ার পরে শহরের দৃষ্টি ফিরে এলো

২)
ওপরে কৃষ্ণচূড়া
তার নিচে রাধার আবীর

অধর ছোঁয়ার পরে নাম
জিজ্ঞেস করলাম

এখন তা মনে নেই আর
সব শব্দ স্থায়ী নয় সময় পেরোলে

ঝাপসা হওয়া অবয়ব এতদিন পরে—
স্মৃতিচারনের পথে ফেরার সময়  
অনাবিল শান্তি নিয়ে এলে

৩)
তখন কতই হবে— বছর পনেরো
কথা বলা মানে প্রেম, ছোঁয়ায় সম্মতি

লাল আবীরের কাছে ফেলে আসা প্রাণ
কিশোরের প্রথম প্রণতি

পনের বছর পর তাই মনে হয়—
সেদিন সে হাত দুটি আমার'ই তো ছিল
রং দিয়ে ছোঁয়ার সময়৷


৪)
দোল তুমি দূরে থাকো আজ
ফুলের দেরাজ থেকে উড়ে যাওয়া রঙিন পাখাটি
ভুলে গেছে সংস্রবের দিন

পৃষ্ঠা থেকে মুছে যাওয়া শব্দের সংসারে
বেমানান মিলনশিঙ্গার

দূরের আলোয় নৌকো দড়ি ছেঁড়ে নোঙর বাঁধার৷

৫)
এই আসে- এই ওড়ে-
দূর থেকে রঙের হাওয়ায়
আমাদের পরিখার বাষ্পায়ন স্পষ্ট দেখতে পাই৷

চোখে চোখে বদলের স্বাদ
ঋতুর মতই তার স্বভাব পাল্টায়

যেভাবে আবীর দোল-এ ফি-বছর গাল বদলে যায়৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট