প্রকৃতি

অব্যক্ত মেঘের ফরাশে ধুলো জমা গাঢ় অভিমান
থম মারা অসাড় প্রতিমা
কাছে ঘেঁষা বারণ তখন, 
অথচ না এলেও ঝড়ের বন্যশঙ্কা ঘাপটি মেরে থাকে৷
কাছাকাছি এলে পড়ে বাজ আর উড়ে যায় ধুলো৷

কারা যেন পুরুষ প্রকৃতি! ছেলেখেলা করে
মোলায়েম রাস্তা ধরে দৌড়ে যায় মেঘ থেকে মেঘের চাদরে...
অভিমান বিশ্বাসের, অবিশ্বাস দিক ভুল করে৷

অনাস্থা যাদের ধন, কোনোদিন শুধিয়ে এসেছ
কত পাথরের বোঝা দিন রাত গুঁড়ো হচ্ছে সে পথের বুকে... তোমার সরলরেখা চিরকাল সোজা রাখবে বলে; ঝুঁকে দুর্গম পাথার

ধরে থাকলে যেতে চাই, যাও বললে ফিরি বারবার৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য