রেললাইন

জলকে বলি আমার ঘোড়া
দৌড় লাগালাম কিডনি ছাড়া
মনস্তত্ব এমনই এক লকডাউন

চোখ ফিরিয়ে দেখছি না আর
ভবিষ্যতে কী অন্ধকার
এখন আমার হৃদয় মানে মালান-বৌ

বিষয় যখন বাঁচতে দেখা
ভুলুই গাঁয়ের ছোট্ট শিখা
পায়ের তলায় পিচ গলে যায় তার নামে

লাঠির ভয়ে রাস্তা ছাড়া
হাজার হাজার বাস্তুহারা
বৃষ্টি চোখে জড়িয়ে ধরে রেললাইন

অখাদ্য আর জলের ঢেকুর
দারিদ্রতার শৃঙ্খলাপুর
আড়াল করে নামিয়ে যাচ্ছে এরোপ্লেন

মেঘের কাছে আর্জি জানাই
সঙ্গে ভেজার ধৃষ্টতা চাই
এমন সময় শঙ্খ ঘোষই বিরাম দেন৷

ঘরের পাশে পুকুরখানা
হাসের পেছন বেড়াল ছানা
ভরসা আমার সরকারি গম, রেশন ডাল

ভাগ্য মাফিক আসছে হাতে
বেশিরভাগই স্টোরখানাতে
মহমারীর যুদ্ধ জানে পেটের ঢাল

ঝাপ পড়েছে কারখানাতে
বাচ্চাছেলে বাগিয়ে হাতে
ভারত মাতার রোদের নিচে সোনার দিন

জীবন মানে লুকিয়ে রাখা
অপূর্ণতা, রক্তেমাখা..
মহামারীর ছাপ শুকানো রেললাইন

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য