প্রসঙ্গ রবীন্দ্রনাথ

যখনি হোঁচট খাই, পাতা ধরে উঠি বারবার
কস্মিনকালের এক পুরোনো ইঞ্জিন, তার বিশুদ্ধ ধোঁয়ায়... 
নিভেছে আগুন, 
মৃতপ্রায় পথে পথে জন্ম দেয় নতুন হাওয়ার৷

তোমাকে পড়ব বলে পাতলা হয়ে আসে অন্ধকার৷

সভ্যতা পেরিয়ে এল প্রকৃতির শব৷
নিশ্ছিদ্র নীরব বহু পাহাড়ের মনে 
গুঁড়ো গুঁড়ো শব্দের বরফ
হৃদয়ের অগ্নিনির্বাপক৷

প্রকৃতির প্রেম যেন প্রেমের প্রকৃতি...
লেখনীর স্তরে স্তরে অসীমের স্তুতি
গানের বিন্যাস ইহজীবনের জাতিয় সড়ক

তোমায় পেরোতে গেলে ভেঙে যায় বিশ্বের শপথ৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য