ফুঁ

জন্মেছি যে জলে তার কী রং'ই বা ছিল
দিনান্তে রঙিন হয় ধূলো—
পথে পথে মৃদু কথা, ঠাট্টা ও বিদ্রুপ;
বাতাস দূরত্ব দিলো, নির্বোধের সঙ্গে এলো 'ধূপ'

পোশাকে উৎসব ফোটে, 
সিড়িতে জড়িয়ে আছে ফাঁদ
আকাশ বোঝেনা কোন গ্রন্থে ঢাকা কতটা গরাদ৷

ধোঁয়াকূণ্ডে বোধ ওড়ে সংঘের চুরুটে
ফুঁ— দিয়ে দেখেছি

ঔঁ এর মাথায় ঈদ চাদ হয়ে ওঠে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য