ঝড়

কয়েদি বুক ঘেরা স্বপ্ন হননের
আত্মঘাতী ঝড়ে পদার্পণ
নিঃস্ব, বিধি হারা বিরহ সমাদরে
বারিষ জমা ঘরে সংবরণ

কে দিক হারিয়েছে, উড়াল পুল ধরে
মেঘের স্মৃতি কথা দিচ্ছে ডাক
ওরা তো পরিযায়ী ঘুরতে উড়ে আসে
আকাশে প্রেম হীন মনস্তাপ

এমন মঞ্চ কি কোথাও ধরা দেবে
সমূহ শ্রোতা যার বিশ্বময়?
গত উপন্যাস সমাপ্তির শেষে
বিরহ চোখ ছাড়ে, স্বপ্ন নয়৷

যা কিছু পুষে রাখা দরদী গৃহকোণে
পোষ্য নয় শুধু, আমার ধন
ধ্বংস শেষ হলে জগৎ খুঁজে ফেরে
এমন চুলচেরা বিশ্লেষণ

শেষের নীরবতা বিরহী বাধ্যতা
যে যার মনে গাঁথে ব্যথার গান
ব্যথাও পরিযায়ী, পদ্ম খুঁজে পেলে
হৃদয় শুরু করে নিত্য স্নান

এত যে ঝোড়ো হাওয়া পেরিয়ে ফিরে আসা
এ কি জীবন নয়? ও মাই লর্ড
তবুও চোখ ঝরে শব-স্বয়ম্বরে
দীর্ণ ঘরে এলে তোমার ঝড়৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য