মন্দা

শ্রদ্ধার দ্বারে পিছলে পড়েছি ক্রমে
আয়নার চোখে এক পিঠ ভাবি সত্য
সত্য খুলেছে হৃদয়ের প্রয়োজনে
ওপারে বাগান সুন্দরে সম্পৃক্ত

সহস্র রাত তিরিশে হারানো বন্যা
এক মেঘ কথা হারিয়ে ফেলেছি শূন্যে
সম্পর্কের নীরবতা মানে সন্যাস
অগোছালো দেখে ভেবেছি ওখানে মন নেই

কাশ্মীর ফেলে ছুটে ছুটে গেছি কান্দার
মেকি গৃহকোণে স্বার্থের খানাখন্দ
মৃত সৌরভ, মরুভূমি ব্যাপি ধান্দা
প্রেমহীনতায় কপটের বাহুবন্ধ

নতুনের হাতে স্বপ্নের প্রাণসঞ্চার
অতীতের পাখি বিরহের বুকে শিশ দেয়
ভালবাসা শ্রেণি সত্যের মতো মন্দা
প্রেমই সত্য, সফলতা যত মিথ্যে

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত