মরশুমি ( ডায়রি )

আমাদের দেখা হয় গীটারের স্ট্রিং-এ
বারিষি মরশুমে

ওঠা-নামা চোখ
চোখ থেকে পায়ে
বিরহ থিতিয়ে আসে নতুনের গায়ে

নিজেরই ভেতর নিজে পেরিয়েছি পথ
মনের ভেতর ছায়াছবি
যে দেশে হৃদয় মেলে— সঙ্গ দিলে রবীন্দ্রানুরাগী

ক্ষয়ের ভেতর ক্ষয়
ফোনালাপে বিছানা স্খলন
কোথাকার তিল! ভেবে ভিজে ভিজে উদ্বেল যৌবন

সন্দেহের তারে ঝোলা দৃষ্টিকোণ ঠিকানা বিহীন
দূরত্ব সাপের মতো গোটায় আস্তিন

তবু তো সম্ভোগ করি স্বপ্নাবিষ্ট ঘরে
প্রেম বিবেচক হয় অন্তরালে, বিচ্ছেদের পরে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য