ভ্রম
সেভাবে দেখিনি কোনো শরতের পাখি
মিলিত চোখের অনুভবে
বিভাবরী চাঁদ,
অনুকম্পাহীন এক পাহাড়ি সংসার
এই আছে, এই নেই—
মেঘসিক্ত রাস্তা থেকে নিঃশব্দে চিৎকার
অথবা পেলিং রাতে অনুরক্তে আলিঙ্গনরত
হাটাপথে ক্লেশ বিস্মরণ—
এ জীবন স্বপ্নবৎ হলে এত কিছু স্বপ্ন দেখে লোক?
মিলিত চোখের অনুভবে
বিভাবরী চাঁদ,
অনুকম্পাহীন এক পাহাড়ি সংসার
এই আছে, এই নেই—
অথবা পেলিং রাতে অনুরক্তে আলিঙ্গনরত
হাটাপথে ক্লেশ বিস্মরণ—
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..