Posts

Showing posts from January, 2019

আসক্তি

আসক্তি নতুন পাতা, বিশেষ পতন৷ আঁচড়ের খেয়ালে বিলাপ৷ মোহের শেকড় যেন জড়িয়েছে কঠিন চিবুক৷ বিবিধ রঙিন ডানা বারে বারে পালক ছুঁড়েছে সংসর্গ সোহাগ দিতে... জ্ঞাত বুক কুড়িয়ে রাখেনি...

প্রয়াস

বেহায়া মাঝির মত ভালবেসে নদীর সাম্রাজ্যে অভিমানী দুর্ভিক্ষের ক্ষত৷ শুকানো বালির চরে হারানো সঙ্গীতে দগ্ধ বায়ু সান্তনা কুড়ায়৷ জল তার নিজের সম্পদ৷ দিশাহীন ডানা থেকে যত...

স্পন্দন

কতটা গভীরে গেলে শোক.. ছিন্ন হয় পাষাণ পেরেক নিজেরই আঘাতে৷ এভাবে দেখেনা কেউ পাষাণের নিহিত স্পন্দন৷ ঘুমন্ত প্যারালিসিস         প্রেমকুণ্ডে ভেজেনি কখনো৷ উলঙ্গ মেঘেরা সুখ...

অভাব

নির্ঘুম নির্জন চরে অশোকের রাত ঘাড় থেকে তরোয়াল নামিয়ে বুঝেছি ইতিহাস বিচার করেনা৷ লিপ্সায় রাজ্যের খোঁজ.. বিরহী চেতনা সাম্রাজ্যের চেরা চেরা বুক৷ ফোঁপানো ধ্বনির পায়ে অবন...

ম্যাক্সিম / One Liner

১৷ বাল্ব জড়ত্বে আদর ছুঁলে নতুন প্রভাত৷ ২৷ কপাট প্রান্তিক সীমার মুখ, খুলে দিলে সমুদ্রে প্রবেশ। ৩। প্রদীপ চারিদিক ক্লান্ত হলে স্পর্শ এক নিবীড় সময়ে৷

পর্যায়ক্রম

১) ক্রমশ চুলের ঢেউ, ছুঁতে যাওয়া বালি কোমল, সোহাগী৷  পরিচর্যাহীন তাই ছড়িয়ে রয়েছে৷ ২) শৈত্য অনুভূতি, যারা ঘুমানো পাথর.. চুম্বকীয় উষ্ণতায়  মরু উপত্যকা বুকে স্রোতের উত্থান৷ ৩) ...

দায়রা

ভাঙা শামুকের নরম অংশে কামড় দিচ্ছে পায়রা৷ খোলসের পিঠে খোদাই রয়েছে কতখানি প্রেম, 'দায়রা'৷ ঝিলের কিনারে মোতায়েন হাত অনুরাগে ঘেরা বর্ম মৃত পৃথিবীর চেতনা জাগাতে ঠোঁটে উষ্ণ...

ক্ষয়

চপ্পলে চপ্পলে ক্ষয়, বৈদেশিক মাটি কফিনে জনতা ভরে ধর্মান্তর... বেশ৷ দিগ্বিদিক নির্বোধের ভীড়ে ভাত শেষ শিক্ষানবিশের৷ কুলুঙ্গিতে ভার্সিটির পাতা আজন্ম কোমায়৷ দূর.. ডিকেন্সে...

অস্তমিত অনুরাগ

একদিন গড়তে গড়তে স্থির হারিয়ে যাবার মুখে বাঁশির বিরাম৷ কুন্ঠা থেকে ইগোর শপথ জনহীন ঘাটে নগ্নস্নান৷ অধরে চুমুর থেকে প্রিয় খাদ্য কই? পেছনে মিলিয়ে গেছে সুর৷ স্ব-বিজ্ঞাপনের ...

সজাগ

সজাগ কুঠুরিতে ঘুমের আবেশ, কেউ কেউ রাত জাগে পুরান আবেগে৷ ওভাবে দেখি না, শুনি সেই ফেলে আসা স্তনের আলকাপ৷ বাড়িটি ভুলিনি শুধু চৌকাঠ পেরিয়ে৷ ঘুরে বুঝি এ-ডালে ও-ডালে.. কিছু চোখ নি...

আজান

মৈথুন কাঁটায় বিঁধে যতই গভীরে যাও আরাম আরাম উফ্ থেকে আহঃ এর দূরত্ব  দৃষ্টির সম্মুখে বসে কথার তফাত এবং সময়৷ হে ব্যাধ শরের গ্রাস এ পিষে দাও৷ মোক্ষের গ্রেপ্তার৷ নিঃশুল্ক হ...

নির্বাক

নীরবতা চোখের অধীন দৃষ্টির অপরিচিত ভাষার ফেরৎ শোনেনি সময়৷ কান হারা শ্রোতার চেয়ার৷ চাপা স্বরে রক্ত বমি, পছন্দ নির্বাক৷ আবেগ পালক ওড়া মেদ পর্ব শেষে অজুহাত ফিরে গেছে, আর কে...