Promise

করছি Promise থাকব সাথে
যেমন ছিলাম আগে,
করছি Promise থাকবো পাশে
বোশেখ বা পৌষ মাঘে৷

করছি Promise খাব একসাথে
ফুচকা ঝালমুড়ি,
বিয়ের রাতে পরাব তোমায়
কাঁচের লাল চুড়ি৷

করছি Promise ঝগড়া করব
রাখবোনা রাগ মনে,
পরক্ষনেই করব আদর
রান্না ঘরের কোণে৷

করছি Promise খাব দুইজনে
মটনের সাথে ডাল,
রক্ষক হব পাড়ার ছেলেরা
বলবে যেদিন মাল৷

করছি Promise থাকব হয়ে
তোমার শীতের চাদর,
করছি Promise লেপের তলে
জড়িয়ে করব আদর৷

Promise লেখায় এইটুকু থাক
বাকিটা থাকুক মনে,
সবটা লেখায় যায়না বলা
বোঝে সে আপনজনে৷

                     — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য