যৌবনের সূর্যোদয়


হৃদয় আমার আজ মৃতপ্রায়,
নিথর হয়ে দুলছে খেয়ায়৷
পূর্ণ আজিকে বছর আঠাশ,
ভালবাসা যেন আজ ইতিহাস৷
ভাসিয়া চলিছে হৃদয় তরী
আমার  অশ্রুজলে৷

মুক্তি পাবে রিক্ত হৃদয়,
হবেই আবার সূর্য উদয়৷
ডুববে যেদিন এ দেহ তোমার
দেহের অথৈ জলে৷

তোমার দেহের মুক্তো ঝিনুক,
প্রাণহীন দেহে জীবন আনুক৷
উঠেছে বন্য বৈশেখি ঝড়,
নিথর দেহে কাটিছে আঁচড়৷

পুনরায় এ নিথর দেহ,
উঠেছে ভাসিয়া জানেনা কেহ,
পুষ্প খচিত তোমার তপ্ত
যৌবনেরই ঝিলে,
দেখেছিলেম মরন সেদিন
তোমার বুকের তিলে৷

                         — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য