অতৃপ্ত
ব্যর্থ হৃদয় ভালোবাসায়
অতৃপ্ত এ মন,
সকল প্রেমের অনুভুতি কেহ
করিয়াছে হরন৷
জীবন আজিকে সঙ্গিনী খোঁজে
পথ ধারে বসে একা,
বর্ষন রাতে চাঁদের আলোয়
হয়ত পাইব দেখা৷
পথ ধারে বসে আঁধার ঘনায়
মেঘ করে আসে ভার,
কবে গো প্রেমিকা আসিবে জীবনে
ঘোঁচাবে অন্ধকার৷
মেঘ গর্জন করে বর্ষন
সবেগে নামিছে বারি,
তাহার চেয়েও সবেগে ঝরিছে
আমার অশ্রুবারি৷
হঠাৎ দূরে দেখা যায় এক
অবয়ব ছায়ামূর্তি,
ধীর পায়ে কাছে আসিছে দেখিয়া
হৃদয়ে জাগিল স্ফুর্তি৷
ক্ষণিক পরেই হৃদয় কাঁপে
গা করে ছমছম,
আঁধার রাতে একলা দেখিয়া
আসিয়াছে নাকি যম ?
সহসা আমি উঠিয়া দাঁড়াই
পা কাঁপে থরথর,
হঠাৎ আবার কেমনে উঠিল
উত্তাল বেগে ঝড়৷
হঠাৎ দেখি সেই অবয়ব
ক্ষণিক অদূরে দাঁড়ায়ে,
ডাকিতেছে সে মোর পানে চেয়ে
হাত দুখানি বাড়ায়ে৷
কাছে গিয়া দেখি ভয়ানক একি
নয় সে মানব ছায়া,
শুধু অবয়ব কেহ কোথা নাই
এ যেন ভূতের মায়া৷
কহিল সে ডেকে আমিই তব
গত জন্মের প্রিয়া,
শুকাইল মোর দেহের রক্ত
ভয়ভীত মোর হিয়া৷
আসিয়াছে মোর আর্তি শুনিয়া
লইতে ভবের পারে,
যেথা শুধু সুখ নাই কোন দুখ
ভালোবাসা নাহি মরে৷
মনে ভাবিলাম হে ভগবান
এইবার কর মাফ,
ভালবাসা আর মুখে আনিবনা
বলিয়া দিলাম লাফ৷
ছুটিতেছি শত গ্রাম পার করি
ভুলিয়াছি স্থান কাল,
হঠাৎ পাশে মা ডাকে ওঠ
হইয়াছে সকাল৷
— প্রভাত...
Darun darun.... Kono kotha hobe na
ReplyDeleteThank u.....
ReplyDeleteDarun darun.... Kono kotha hobe na
ReplyDeleteThis one is nice. Romantic..na comedy.. haha.. good one
ReplyDeleteThank U..
ReplyDelete