বাংলার গরম

বসন্ত শেষে বাতাসেতে ভেসে
গ্রীষ্ম আসিল ধেয়ে,
আজ সম্বল শুধু নোনাজল
ঝরিছে শরীর বেয়ে৷

গেরামের মাঠে পুকুরের ঘাটে
তপ্ত শুষ্ক বৈশাখে,
তৃষিত চাতক বা নবজাতক
আকাশ পানে চেয়ে থাকে৷

রাস্তাটি ফাঁকা ফাটিয়াছে চাকা
গাড়িগুলি ঠাঁয় দাঁড়ায়ে,
কেহ খালি গায়ে দোকানে দাঁড়ায়ে
জল মাগে হাথ বাড়ায়ে৷

রুদ্ধশ্বাসে কেহ ওঠে বাসে
কেহ বা উঠিছে ট্রামে,
গায়েতে গন্ধ হিপ্ হপ্ ছন্দ
বিরক্তি লাগে জ্যামে৷

বসে জামা খুলে কেহ লুঙি তুলে
নাহিকো মোদের শরম,
হাতে পাখা ধরি উপভোগ করি
এই বাংলার গরম৷

                          — প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য