সখা মোর মর্টিন
তিতিবিরক্ত কাটিতেছিল
মশার জ্বালায় দিন,
কেউ রাতে কাটে, কেউ দিনে কাটে,
আমি হতাশ উদাসীন৷
মশার জ্বালায় বাথরুমে হায়,
ভয়ভীত মন যেতে নাহি চায়৷
কভু খেতে বসে, কভু বালাপোষে
হেথা হোথা কামড়ায়৷
একদিন আমি ফিরিছি বিবাগি
মুক্তির সন্ধানে,
কোথা হতে এল, লুকাইয়া ছিল
বাগিচার এক কোণে৷
সদা এল ধেয়ে, চুপিসারে চেয়ে
রক্ত চুষিয়া গেল,
কি বিষম জ্বালা, কাঁদিবার পালা
শেষে ম্যালেরিয়া হল৷
একদিন খাটে, ঔষধ হাতে
দেখিতেছিলাম টি.ভি,
একা ফ্ল্যাটে হায়, কেহ কোথা নাই
আশাহীন লাগে সবই৷
হঠাৎ তাহাকে টি.ভি তে দেখিয়া,
দোকান হইতে বাড়িতে আনিয়া,
জ্বালায়ে দিয়েছি ঘরে৷
মশা সব ভাগে, কেহ ভিখ মাগে
দাঁড়ায়ে আমার দ্বারে৷
রাজা হালে আজ, আমি করি কাজ
মশাগুলি প্রানহীন,
আজ সখা তোরে, রাখি ঘরে ঘরে
নাম তার মর্টিন৷
✍ প্রভাত....🌠
Yessss.. Perfect .... exactly how we feel about মশা
ReplyDeleteHa ha ha ....
ReplyDeleteGreat going.. Keep it up.... God bless you..
ReplyDeleteThanks
DeleteGreat going.. Keep it up.... God bless you..
ReplyDeleteKhub sundor.... congrats... carry on...
ReplyDeleteধন্যবাদ বন্ধু...
DeleteKhub sundor.... congrats... carry on...
ReplyDelete