সখা মোর মর্টিন

তিতিবিরক্ত কাটিতেছিল
মশার জ্বালায় দিন,
কেউ রাতে কাটে, কেউ দিনে কাটে,
আমি হতাশ উদাসীন৷

মশার জ্বালায় বাথরুমে হায়,
ভয়ভীত মন যেতে নাহি চায়৷
কভু খেতে বসে, কভু বালাপোষে
হেথা হোথা কামড়ায়৷

একদিন আমি ফিরিছি বিবাগি
মুক্তির সন্ধানে,
কোথা হতে এল, লুকাইয়া ছিল
বাগিচার এক কোণে৷

সদা এল ধেয়ে, চুপিসারে চেয়ে
রক্ত চুষিয়া গেল,
কি বিষম জ্বালা, কাঁদিবার পালা
শেষে ম্যালেরিয়া হল৷

একদিন খাটে, ঔষধ হাতে
দেখিতেছিলাম টি.ভি,
একা ফ্ল্যাটে হায়, কেহ কোথা নাই
আশাহীন লাগে সবই৷

হঠাৎ তাহাকে টি.ভি তে দেখিয়া,
দোকান হইতে বাড়িতে আনিয়া,
জ্বালায়ে দিয়েছি ঘরে৷
মশা সব ভাগে, কেহ ভিখ মাগে
দাঁড়ায়ে আমার দ্বারে৷

রাজা হালে আজ, আমি করি কাজ
মশাগুলি প্রানহীন,
আজ সখা তোরে, রাখি ঘরে ঘরে
নাম তার মর্টিন৷

                           ✍ প্রভাত....🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য