পরিনত
মানুষ কেমনে হঠাৎ যে হয় বড়,
সময়ের সাথে হয়ে যায় পরিনত৷
কিছু উচ্ছল প্রাণ বেদনায় হয় জড়,
সময় আঁকে হৃদয়ে গভীর ক্ষত৷
পাড়ার দোকানে বিকেলে চায়ের চুমুক,
বহুদিন পর আড্ডায় অনিমেষ৷
জৌলুষ মুখে কিছু প্রাপ্তির সুখ,
Branded Shirt এ তাকে লাগছিল বেশ৷
বেড়েছে বেদনা, কেটেছে সময়
বয়স চলেছে বেড়ে,
বিবাহের কথা বিষাক্ত লাগে
সে স্বপ্ন এসেছে ছেড়ে৷
সেই প্রেমিকার কথা আজও পড়ে মনে,
বহু আগে সে ছেড়ে চলে গেছে দূরে৷
ঘর বেঁধেছিল ভবিষ্যতটা জেনে,
বর পেয়েছিল সরকারি চাকুরে৷
বেকার ছিল সেদিন অনিমেষ,
আজ সে বড় Government employee.
বেদনায় মন পুড়ে হয়ে গেছে শেষ,
আজ সে তবুও জীবন খেলায় জয়ী৷
আজ যদি আমি প্রশ্ন করি তাকে,
বিবাহের নামে কেন তার অনীহা৷
বলে শোন তবে বলি আজ তোমাকে,
চাইনা কেন এ হেন পরকীয়া৷
পারিবনা হতে স্বার্থপর
নই আজও হীনমন্য,
চাইনা কেহ ছাড়ুক কাউকে
আমায় পাবার জন্য৷
অন্যের লাগি ছেড়েছে কেহ আমায়,
বেকারত্ত্বেই সম্পর্কের শেষ৷
ভালবাসা যদি হয় Branded জামায়,
আমি চাইনা গড়তে আরো এক অনিমেষ৷
— প্রভাত...
খুব খুব ভাল হয়েছে এটা| touchy
ReplyDeleteThank U...
ReplyDelete