সাধের গরম চা

তোমায় আমি ভালবাসি
গির্জাপাড়ার ঠেক এ,
ইচ্ছে করে চুমু খেতে
গুরুদংমার Lake এ ৷

সকাল বেলা তোমার চুমু
লাগে বড়ই মিষ্টি,
এই ধরাতে ভগবানের
অপূর্ব এক সৃষ্টি৷

সকাল সাঁঝে পড়ার মাঝে
তোমায় চুমু খাই,
ভোরের বেলা ঘুম ভাঙতেই
তোমায় কাছে চাই৷

সকল স্থানেই সহজলভ্য
পেলিং কিংবা লাচেন,
চুমু খেয়ে তোমায় দাদু
আনন্দেতে নাচেন৷

সন্ধে বেলার আড্ডাতে চাই
বসে তোমায় ছাদে,
Packet মোড়া Chocolate ও আজ
বিকোয় তোমার স্বাদে৷

ইংরেজরা এনেছিল
তোমায় আপন করে,
ওরা গেলেও রইলে তুমি
সবার ঘরে ঘরে৷

অর্থনীতি বাড়াও তুমি
দেশের অধিকাংশ,
তোমার ভালোবাসায় বাঁচে
শত পাহাড়ি বংশ৷

তোমার সাথে বিস্কুট হাতে
ডাকছে আমায় মা,
তুমি আমার প্রাণের প্রিয়
সাধের গরম চা৷

                        — প্রভাত....

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য