ভালবাসা
রানিগঙ্জের গীর্জাপাড়ার ছেলে
পড়াশুনাতেও ভালোই ছিল বেশ,
সুপ্ত প্রতিভা ছিল তার Football এ,
নাম ছিল তার Rocking অনিমেষ৷
School শেষ করে College এ ওঠার পালা,
Class এর প্রথম, প্রিয় তার Chemistry,
Mark sheet হাতে জড়িয়ে ধরে মায়ের গলা,
মায়ের চোখে আজ আনন্দাশ্রু বৃষ্টি৷
এবার যে তার স্বপ্ন পূরন হবে,
যাচ্ছে ছেলে পড়তে বড় শহরে,
হয়তো মনে হাজার কষ্ট হবে,
রান্নায় তবু ব্যাস্ত সে আজ দুপুরে৷
Last Bench এ বসেছে অনিমেষ,
আজই তার College এ প্রথম দিন,
সঙ্কোচ মেশানো ভয়ও লাগছে বেশ,
বাকিরা মগ্ন, সে একাই উদাসীন৷
মায়ের কথা পড়ছে অনেক মনে,
তাই Phone করল মায়ের Mobile এ,
জল আসল হঠাৎ চোখের কোণে,
ভালো হত ফের শৈশব ফিরে পেলে৷
একদা College এ সুন্দরী এক মেয়ে,
দেখে জাগে কিছু ভালবাসা কিছু ভয়,
দিবাস্বপ্ন দেখে তার পানে চেয়ে,
সহসা একদা হয়ে গেল পরিচয়৷
নিজেথেকে আর Phone করেনা মাকে,
মেয়েটির সাথে দিন কাটছিল বেশ,
Phone এ কথা, প্রেমও চলছে Park এ,
College এ Famous Romeo অনিমেষ৷
বহুদিন পর আজ মাকে পড়ছে মনে,
তার সাথে কথা হয়নি বহুদিন৷
নোনাজল আজ বইছে চোখের কোণে,
আজ হৃদয় চূর্ণ, শব্দেরা দিশাহীন৷
পড়ছে মনে পাড়ার মাঠের কথা,
বাগানের ফুলগাছে প্রজাপতির দল,
তোর কোলে মাগো রাখব আবার মাথা,
শহরে শুধুই যন্ত্রের কোলাহল৷
জানো মা শহরে মেয়ে গুলো খুব ভালো,
আরও ভালো তার নিখুঁত অভিনয়,
তাইতো গোপনে প্রতারনা করে গেল,
আজ তোর কাছে মা ফিরতে ইচ্ছে হয়৷
মনে পড়ে তোর মমতা ভরা ডাক,
তোর ভালোবাসায় নেই কোন শংসয়,
বাকি সব প্রেম ধূলায় নিপাত যাক,
শুধু তোর হৃদয়েই নেই কোন অভিনয়৷
— প্রভাত...
Tor priyo character animesh
ReplyDeleteTa Kichuta Bolte paro...
Delete