Hug Day

Hug Day তে Park এ যারা
করছে আলিঙ্গন,
নির্জনে আজ একলা কাঁদে
তাদের আবাসন৷

পরম স্নেহে তোর মা যেদিন
ছিলেন বুকে জড়িয়ে,
সেই মা আজ ক্ষুধায় কাঁদে
তোর চোখ যায় এড়িয়ে৷

পড়ছে মনে হাতটি ধরে
শেখান প্রথম হাঁটা,
সেই পিতাকে কষ্টে রাখিস
এমনি বুকের পাটা ?

রাখিস মনে খায় যে পাখি
পিপীলিকা গুলি ঠুকরে,
মৃত্যুর পর সেই দেহ খায়
পিপীলিকা কুঁরে কুঁরে৷

চলছে সময় নিজের তালে
দিবারাত্র ধেয়ে,
একদিন তোর ভাঙবে হৃদয়
Hug করা সেই মেয়ে৷

বুঝবি সেদিন কোনটা সত্তি
আলিঙ্গনের দিন,
একলা থাকবে মুহুর্তরা
আর সবাই উদাসীন৷

                    — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য