রক্তাক্ত বসন্ত

কেহ কাঁটাতার কেহ নদী পার করে,
প্রবেশ করিয়াছে তারা মোর ঘরে৷
সারা বাড়িময় ওঠে কোলাহল রব,
ঘরে আসি ভাঙচুর করিয়াছে সব৷
বিদ্রোহের আসিল সময় তোমরা জাগিবে কবে ?
মাতিয়াছ আজ বাঙালী তুমি বসন্ত উৎসবে৷

শিবের মাথায় দুধ জল ঢালি,
বর মাগিতেছে কত শত নারী৷
সেদিন তাহারা বাংলা মাটিতে,
আসিল যে মোর ভাইকে কাটিতে৷
কাঁদিল মাতা ঠুকিল মাথা সন্তানের শবে,
মাতিয়াছ আজ বাঙালী তুমি বসন্ত উৎসবে৷

এইত সেদিন প্রথম ফাগুনে,
বাংলার ঘর জ্বলিল আগুনে৷
দোল উৎসবে গাহি রবীন্দ্রগীতি,
কেহ বাংলায় গড়ে সন্ত্রাস নীতি৷
কাদিছে রে মোর বাংলা আজিকে হাহাকার রবে,
মাতিয়াছ আজ বাঙালী তুমি বসন্ত উৎসবে৷

জাগো হে বাংলা, জাগো হে বাঙালী,
ভিটেমাটি ছাড়ি যারা ভয়েতে পালালি৷
নিজ রক্ষার্থে আজ তোলরে অস্ত্র,
বাঁচাইবি যদি তোর মায়ের বস্ত্র৷
আমার বাংলা যেদিন আবার ত্রাসমুক্ত হবে,
আনন্দেতে মাতিব সবে বসন্ত উৎসবে৷                                               ✍ প্রভাত...🌠

Comments

  1. Khub matured thought tor bhai

    ReplyDelete
  2. Khub sundor hoyeche....asha kori notun bosonto banglai akdin nischoi asbe...,👌👌👌





    ReplyDelete
  3. Khub sundor hoyeche....asha kori notun bosonto banglai akdin nischoi asbe...,👌👌👌





    ReplyDelete
    Replies
    1. Onek dhonnyobad apnake... Notun Bosonter ashay amra sobai din gunchi... Evabei pashe thakun.. Apnader Comment er modhe lukiye thake Lekhok er Onuprerona...

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য