রক্তাক্ত বসন্ত
কেহ কাঁটাতার কেহ নদী পার করে,
প্রবেশ করিয়াছে তারা মোর ঘরে৷
সারা বাড়িময় ওঠে কোলাহল রব,
ঘরে আসি ভাঙচুর করিয়াছে সব৷
বিদ্রোহের আসিল সময় তোমরা জাগিবে কবে ?
মাতিয়াছ আজ বাঙালী তুমি বসন্ত উৎসবে৷
শিবের মাথায় দুধ জল ঢালি,
বর মাগিতেছে কত শত নারী৷
সেদিন তাহারা বাংলা মাটিতে,
আসিল যে মোর ভাইকে কাটিতে৷
কাঁদিল মাতা ঠুকিল মাথা সন্তানের শবে,
মাতিয়াছ আজ বাঙালী তুমি বসন্ত উৎসবে৷
এইত সেদিন প্রথম ফাগুনে,
বাংলার ঘর জ্বলিল আগুনে৷
দোল উৎসবে গাহি রবীন্দ্রগীতি,
কেহ বাংলায় গড়ে সন্ত্রাস নীতি৷
কাদিছে রে মোর বাংলা আজিকে হাহাকার রবে,
মাতিয়াছ আজ বাঙালী তুমি বসন্ত উৎসবে৷
জাগো হে বাংলা, জাগো হে বাঙালী,
ভিটেমাটি ছাড়ি যারা ভয়েতে পালালি৷
নিজ রক্ষার্থে আজ তোলরে অস্ত্র,
বাঁচাইবি যদি তোর মায়ের বস্ত্র৷
আমার বাংলা যেদিন আবার ত্রাসমুক্ত হবে,
আনন্দেতে মাতিব সবে বসন্ত উৎসবে৷ ✍ প্রভাত...🌠
Khub matured thought tor bhai
ReplyDeleteThank U Mandy...
ReplyDeleteKhub sundor hoyeche....asha kori notun bosonto banglai akdin nischoi asbe...,👌👌👌
ReplyDeleteKhub sundor hoyeche....asha kori notun bosonto banglai akdin nischoi asbe...,👌👌👌
ReplyDeleteOnek dhonnyobad apnake... Notun Bosonter ashay amra sobai din gunchi... Evabei pashe thakun.. Apnader Comment er modhe lukiye thake Lekhok er Onuprerona...
DeleteAkdomm bastobbb dada
ReplyDeleteHa .. Vai.. Ekdom Bastob...
ReplyDelete