নারী
নারী শুধুই শব্দ নহে
নারীত্ত্ব এক সত্ত্বা,
হে নারী তুমি পুরুষ জীবনে
বিশিষ্ট বাগদত্তা৷
নারীত্ত্ব এক সত্ত্বা,
হে নারী তুমি পুরুষ জীবনে
বিশিষ্ট বাগদত্তা৷
নারী রূপে শক্তিদায়িনী
তুমিই বিদ্যাদাত্রি,
তবুও কেন শত লাঙ্ছনা
সহিতেছ দিবারাত্রি ?
তুমিই বিদ্যাদাত্রি,
তবুও কেন শত লাঙ্ছনা
সহিতেছ দিবারাত্রি ?
মাত্রি রূপে করিছ লালন
মমতা দিয়াছ বিলায়ে,
তবুও তোমার আব্রু সমাজে
ধূলায় গিয়াছে মিলায়ে৷
মমতা দিয়াছ বিলায়ে,
তবুও তোমার আব্রু সমাজে
ধূলায় গিয়াছে মিলায়ে৷
তব হাত ধরি হাঁটিতে শিখিল
সকল বিশ্ববাসী,
সেই আদি মাতা Mother Merry র
স্তব্ধ মুখের হাঁসি৷
সকল বিশ্ববাসী,
সেই আদি মাতা Mother Merry র
স্তব্ধ মুখের হাঁসি৷
Syria তে তুমি যৌনদাসী
Libya তে তুমি পন্য,
একাত্তরে ধর্ষিত হলে
Bangladesh এর জন্য৷
Libya তে তুমি পন্য,
একাত্তরে ধর্ষিত হলে
Bangladesh এর জন্য৷
জঠরে নারীর সমাজের বীজ
সে নারী সর্বেসর্বা,
কলির অসুরে নিধন কর
অস্ত্র হাতে হে দূর্গা৷
সে নারী সর্বেসর্বা,
কলির অসুরে নিধন কর
অস্ত্র হাতে হে দূর্গা৷
— প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..