Posts

প্রবহমান

কালিহীন কলমেরা ফালাফালা করে যায় অগণিত কাগজের বুক৷          প্রতিদ্বন্দ্বিতা, নিজের পতাকা তোলার৷ ক্ষয় হোক, জয় হোক, ঝরে যাবে রক্ত। সিঁথি মুছে ধোঁয়া হোক তাজা প্রাণ৷          প্রবহমান, অস্তিত্ব বিহীন তুষার৷ খসে পড়ে পৃথিবীর স্তন বেয়ে৷ একে একে নিভে আসে প্রদীপের শিখা৷          হৃদয়হীন বাতাস অযোগ্য ক্ষমার৷                     ✍ প্রভাত ঘোষ.⚡

ক্ষয়ীষ্ণু

এক শহরের পথ চলা, ধর্মীয় রামনবমীর... কবরের উঠে আসে ফণা৷ মহরম শান্ত, বধীর!! দূর থেকে উড়ে আসে ইঁট৷ পদধূলি, ঠুকেই প্রণাম৷ ভোটে বাঁধা ধর্মের গিঁট, অপবাদে যে যায়, সে রাম৷ ধিক্ যত ধ্বজাধারী দল, ক্ষয়িষ্ণু৷ ক্লান্ত পথিক৷ ভয়ে যারা থাকে, দুর্বল৷ সহিষ্ণু মৃতের প্রতীক৷ ঘুর পথে দেখে মাথা কাটে, ঘুপচিতে৷ নির্জন স্থান৷ দোষ কার? পথে যারা হাঁটে? দাঙ্গার হয়না প্রমান৷ আজ কিছু বেঁচে গেছে মাথা৷ একতায় বিধাতা বিচার৷ ছেলে হারা ভুলবেনা ব্যাথা, ঘাসে ঢাকা নোংরা পোকার৷ মূল গাঁথা বারুদের স্তুপে, ফুলকির দোষই বা কত? রাজনীতি পা'ও ফেলে ফুঁকে৷ নাগরিক, তারাই মরে তো৷ যত দেহ লাশ, সব জানে, দাঙ্গায় ধর্ম কাদের... সব তীর ছুটে আসে কানে৷ মৃত যারা তারাই কাফের৷                      ✍ প্রভাত ঘোষ.⚡

খড়কুটো

Image
কংক্রিট ভীড়ে দীর্ঘশ্বাস ফেলে প্রকৃতিও বোবা হয়ে যায়, ব্যর্থ কবিতার মত৷  একুশের কথা মনে রাখে কত জন? আমি, তুমি, নিভে গেলে বেলা পড়ে যাবে সহজাত৷ অরণ্যের দিন লেখা হয় সংরক্ষণের তাগিদেই৷ কবিতাও আজ মৃতপ্রায়৷ বারবেলা, শুকিয়েছে খিদে৷ তবু যারা হাল টেনে যায়, লিখে চলে মানুষের কথা, দ্বিধাহীন... শুকতারা দেখে...  জগতের শেষ সীমা শেষে, শেষ শ্বাস ডুববার আগে, পাটাতন হাতড়ানো হাত খুঁজে পাবে খড়কুটো কিছু, আরণ্যক কবিতার মাঝে৷                      ✍ প্রভাত ঘোষ.💌

বিক্রি বরফ

জানি ওই শীতের দেশে ঘুমের শেষে, হতাশার মুখ ঢেকে যায় সূর্য ওঠে৷ কত রাত কাঁদার পরে আদর জোটে, সে আজও হাসতে পারে এক নিমেষে৷ আকাশের বরফ ঝরা সফেদ টিলা; মেয়েটির নামটা কি ঠিক.... কি ভুটিয়া? রংটা দুধেল, চোখও আশমানীয়া৷ সে রোজই স্বপ্ন সাজায় মুন্নি - শিলার৷ নমনীয় পাথর ভাঙে কঠিন পায়ে, ভরসায় ট্যুরিস্ট গাড়িই, ভাগ্যক্রমে৷ বুকে তার ফুল ফোটে না, পাথর জমে৷ ওরা রোজ জীবন বাঁচে পাহাড় খেয়ে৷ কত রাত, স্বপ্নেরা সব মাইল দূরে... মুন্নিরা বিক্রীত হয় বাজার দরেই৷                 ✍প্রভাত ঘোষ.💌

আজ বছর দশ পর

হাঁ করে কৃষ্ণচূড়ার বুকে তাকাতে তাকাতে মন খুঁজে পায় বছর দশেক আগে  কোন ফেলে আসা সন্ধ্যা৷ ঝরে পড়া ফুলের গন্ধটা খুব - খুব চেনা, বিকেল ছিল ব্যস্ত ভিষণ, সঙ্গহীন... চাপা হাহাকার, বালিয়াড়ি৷ ভালোবাসা ধূসর তখন৷ সিটি সেন্টারের ফুটপাথ ধরে হেঁটে চলা প্রেমিকের  ভীড় দেখে ঈর্ষা গিলে নিই৷ আজ দশক শেষের সন্ধ্যায় শরীর ছুঁয়ে... আদর মাখা চি-বুক সেই ফুটপাথে, ফেরার পথে স্ট্রিটলাইটের  আলোর নিচে প্রতিবিম্বের চোখে চোখ রেখে বলে... পূর্ণতা নয়, কলমের প্রেরণা আজও ক্ষত ছোঁয়া একাকী মুহূর্তেরা৷               ✍ প্রভাত ঘোষ.💌

নস্টালজিয়া

Image
হৃদয়ের সুর আছে প্রেম ভরপুর আছে, তবু খোলা হাসি ভরা প্রাণ নেই৷ জীবনের দোলাচলে ক্ষত কিছু কথা বলে৷ পিয়ানোটা পড়ে আছে, গান নেই৷ ব্যস্ত রাস্তা গুলো ছোটে গাড়ি ওড়ে ধূলো৷ সেই কবে কাটা গেছ, প্রাণহীন৷ গন্ধটা মনে পড়ে৷ এইতো সে দিন ঝড়ে ঝরেছিল ফুল কিছু৷ সঙ্গীন৷ স্মৃতি সব জলছবি ইচ্ছে হলেই ডুবি, ঘুরপথে, কলেজের রাস্তায়... পাঁচটা ছেলের দল গীটারটা সম্বল, গান ধরা, বিড়ি টানা, সস্তায়৷ শীতল পাতার ছায়া, নির্ভয়ে প্রেমছোঁয়া, এক ডাবে দুজনার ভাগ হয়৷ গ্রীষ্ম বা শীত হোক বাতাসের সম্ভোগ, ঠাঁয় তুমি গুনে গেছ কনভয়৷ নস্টালজিয়া সেই, বেঁচে আছে স্মৃতিতেই, দোলা নেই কদমের গাছটায়৷ কোথায় কিশোর কাল গলে গেছে, কঙ্কাল৷ ঘড়িটাও থেমে গেছে পাঁচটায়৷                     ✍ প্রভাত ঘোষ.💌

নির্ঝরা

Image
একদিন থেমে যেতে হয়৷ নিঃশব্দে গহীনে৷ ঝরে পড়া পাতাদের মতো৷ শেষ দিন শেষে৷ বহুদিন কাঠ কেটে গেছে কাঠুরিয়া৷ নদীর কিনারে৷ লোভ নেই ক্ষোভ নেই, সোনা রূপো চায়না কিছুই৷ শেষ দিনে সে তো শুধু ঘ্রাণ নিতে চেয়েছে কাঠের৷ কেউ কেউ নিভে যায় বিপরিত প্রতিক্রিয়া বলে৷ ওদের থামিও না৷ বয়ে যাক নদী হয়ে ওরা৷ কৃত্রিম বাঁধ দিয়ে বেঁধোনা৷ ভেঙে যাবে, ভেসে যাবে গ্রাম৷ সাগরের জলে মিশে থেমে যাবে ঠিক৷ গর্ভে স্থান নেবে কত কত প্রাণ৷ ওদের সময় হয়নি এখনো৷ থামার হয়না কোন দিন, হয়না বয়স৷ ইচ্ছে হয়৷                  ✍ প্রভাত ঘোষ.💌

পদার্পন

Image
বুকের ভেতর একটা আবার ঝড়ের আভাস৷ সামনে কাঁচের দরজা, খানিক বিহ্বলতাও৷ এই না কি সেই নেভার আগের শান্ত আকাশ... অতীত থেকেই কুড়িয়ে নিলাম সান্ত্বনাটাও৷ ছিলাম শুধুই মরসুমি চাঁদ, একলা পথিক৷ পূর্ণিমাটাও আসবে এবার নিয়ম করেই৷ শক্ত হাতেই আগলে রাখার ভরসা জোগাই৷ সন্ধ্যা তারাও জ্বলতে শেখায় অন্ধকারেই৷ সাগর - পাহাড়, ইচ্ছে গুলোও ভিন্ন রকম৷ ভিন্নতাটাই বাঁচার রসদ একঘেঁয়েমির৷ আস্তে আস্তে সামলে নেবই ট্যাটুর জখম৷ প্রহর শেষের ঘর খুজে নেয় একলা পাখিই৷               ✍ প্রভাত.

ঘুম

Image
ঘুম, সে তো শেষ নয়, নতুন দরজা৷  হাঁটা পথে থেমে গিয়ে ধূলো ঝেড়ে শুয়ে পড়া যেন... মুছে যাবে ক্লান্তিরা প্রান্তরে, সব শেষে, ভোরে৷ ঘুম আসে জীবনের৷ মুকুলেরা ফের জেগে ওঠে৷ গুলি ছোটে প্রতিদিন হাজারো চিন্তার৷  আর একদিন চাই নক্ষত্রের পিছু নিতে৷ তমশাও ঠিক তবে চাঁদ ছোঁবে ভোরের আকাশে৷ শুধু একঘুম চাই৷ ডুব-শ্বাস, প্রতি ডুবুরির মাথাপিছু৷ সম্পর্কের মাঝে দীর্ঘশ্বাস এলে, ডুবে এসো পাহাড়িয়া নদী৷  দৈনন্দিন ঘাটা চটিজোড়া তুলে রেখে... ঘুম চাই বর্ষারও৷ বেশি জলে সলিল সমাধী৷ কাজ... শুধু কাজ নয়৷ জীবনের ঘুম চাই কিছু৷                     ✍ প্রভাত ঘোষ.💌

আর্তনাদ

ভোরের আলোয় যন্ত্রণারও একটা কঠিন নাম ছিল৷ ঘুমের ভেতর চেনা স্বরে কে যেন "মা" ডাক দিল৷ কুমারিত্বের লজ্জা জুড়ে... নামিয়ে রাখা, আস্তাকুড়ে... কোল হারা ওই শিশুর গলায় করুণ আর্তনাদ ছিল॥                      ✍ প্রভাত ঘোষ.💌