পরিস্থিতি

এমন লেখার আগ্রহে ধার দেবার জন্য নিশপিশালো
সে হাত এখন হলুদ পাতা, প্রখর আলোয় নেতিয়ে এলো।
চারদিকে সব নতুন জোয়ার, চোখ ঝলসায় - চোখ ঝলসায়
পেছন দিকে তাকিয়ে আমি আটকে গেছি জীর্ণ পাতায়।
সে সব লেখা কবিতা, গান, প্রতিদিনের জীবনলিপি... 
বিলাসিতা সেসব, এখন সবার ওপর পরিস্থিতি 

কে নেই যেন! কে আছে, কে স্বপ্ন দেখে ছবির আড়ে —
নতুন বছর, পাঞ্জাবি, প্রেম, বন্ধ ঘরে গন্ধ ছাড়ে 
এখন ধূসর দিনলিপিতে নিত্য কাঁধের পাহাড় বোঝা
নতুন নতুন আলোর ভীড়ে পুরোনো সব স্বপ্ন খোঁজা।

কোথায় যেন হারিয়ে গেছে পুরোনো দিন, পাহাড়, বরফ
একলা বোঝা টানতে থাকে স্বপ্নহারা এক অপারগ।।

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য