Posts

ছদ্মবেশী 💖

Image
এক লাইকেই হৃদয় খুশি, আমার লেখাও ছদ্মবেশী, জামার তলায় বুকের পেশি ঐ পাখিটার সুর চেনে৷ বরফ গলা উষ্ণতাতে, টুকরো প্রেমের আশকারাতে, আকাশ ঢেকে এক ছাতাতে, কে যেন রোজ গান বোনে৷ একটু চেনা, ঝাপসা কিছু, শুকনো পাতার গোলাপ শিশু, ঢেউয়ের মতই প্রেম পিপাসু, জ্যোৎস্না ছুঁতে হাত বাড়ায়৷ গভীর রাতের নীলচে ক্লীশে, ফোঁটায় ফোঁটায় স্বপ্ন মিশে, ভালবাসার কোল বালিশে, ঘুড়ির মতই বাঁচতে চায়৷ আমার মাঝে একটা তুমি, টিউলিপ ঘেরা স্বর্গভূমি, শান্ত প্রদীপ, ঝড়-সুনামি, ফলক ছোঁয়ার বিশ্বাসে.. বরফ পায়ে এগিয়ে চলা, টুকরো রোদের স্নিগ্ধ জ্বালা, আদর মাখা শব্দমালা ছড়িয়ে দেব নিঃশ্বাসে৷                    ✍ প্রভাত..💟

বিদেহীর ডাক

Image
মুখের ঝরনা হতে  বিদেহীর ছাপ মারা নাম ঝরে, আছড়ে পড়ে অবিরত সন্ধানী শিকারীর বিষাক্ত শরের মত৷ বারুদেরা জমা হয় বিবেক কোঠরে, ফুলকিরা ছোঁড়ে কিছু ঘৃণা, দাউদাউ স্বরে জ্বলে ওঠে আব্দুল - আমিনা৷ রা নেই বিদেহীর,  সে বেটা তো মজে আছে হূঁরে৷ চালিত রোবটের ভীড় শুধু মারে আর মরে৷ জমে গেছে শ্যাওলার স্তর ধীরে ধীরে, দশক - শতাব্দী ঘিরে৷ বড্ড পিছল, কাতারে কাতারে  পিছলে পড়ে রোবটের ছানা৷ বন্দুকের নল জানে কোন পথে কার আনাগোনা৷ একটাই গাছ ছিল কাল, শেকড়েরা ভাগ হয়ে গেছে৷ গভীরে আরও গভীরে করেছে বিষের খোঁজ, টিউমার ক্যানসার হয়ে নিজেকেই শেষ করে রোজ৷ বিদেহীর ক্ষমতা প্রবল? ফিল্টার দাও একখানা৷  রোজ যাতে ছাঁকা হবে বিষ,  অপারগ? তাইতো ছুঁড়েছি ব্ল্যাকহোলে মন্ত্র - হাফিজ৷                     ✍ প্রভাত..🌠

ঐশীর ডাক

Image
প্রেম না কি বয়সের নয়! সাগরেও প্রেম বাঁচে, জানো! বেশি জলে জলছবি ক্ষয়৷ রং দেওয়া হয়নি এখনো৷ ছন্দেও লিখে রাখি কিছু, সুযোগে বুঝিয়ে দিই মাঝে, আমার হিসেব মাথাপিছু, মাপকাঠি অসম, সমাজে৷ মন চুপ, শুধু ভালবাসে৷ নেই কথা, জবাব - সওয়াল৷ মুখে বলা আমার কি সাজে? পথ চলি সমান্তরাল৷ নিঃশ্বাসে শূন্যতা ঝরে, তৃষ্ণারা বাঁচে জল হীন, কাঠ ফাটা দ্বিতীয় প্রহরে শূন্যতা পেতে চায় ঋণ৷ স্বপ্নের বাঁধান ছবিতে অচেতন প্রেম শুয়ে থাকে, ঘুম ঠিক ভাঙবে খুশিতে, কোন এক ঐশীর ডাকে৷                         ✍ প্রভাত..💛

বুর্জোয়া

Image
অন্ধকারে মিলিয়ে যাবে ছায়া, গর্জনে কাল থমকে যাবে কান্না৷ ভিখ পেতে পেতে বেড়ে ওঠে বেহায়া, ধূর্ত শেয়াল নদীর কাছে যায়না৷ অগ্রজদের লাথির জোরও শক্ত, বুকের পাটায় দাগ লেগেছে আগেই৷ মীরজাফরেরা হয়না অনুতপ্ত, গীতার পাতায় শান্তি লেখা ত্যাগেই৷ সরিসৃপকে খুঁজতে লাগে গর্ত, বাঘের গন্ধে ঠিক চেনা যায় গুহা৷ রাজার ওপর বর্তায় না শর্ত, নিরাপত্তার স্থান খোঁজে বুর্জোয়া৷               ✍ প্রভাত..🌠

বিশ্বাসঘাত

Image
আবেগের কালো মেঘে ঢাকা চিত্তের নয়তো কঠিন অলিন্দে সিঁধ কাটা৷ চরিত্র এক যত দুর্বৃত্তের, পায়ের বালি খসিয়ে নেবে ভাটা৷ কয়েক প্রকার রক্তেই থাকে দোষ, ধূর্ত পোষ্য প্রভুর মাংস চায়৷ অতি লালসায় জেগে ওঠে আক্রোশ, ঝোপ বুঝে ঠিক কোপ মারে সন্ধ্যায়৷ মেঘের প্রেমেই বান আসে দুই কূলে, পাড় ভেঙে ওঠে নিদারুণ যন্ত্রণা৷ বিশ্বাস যদি নিঃশ্বাসে বিষ ঢালে, ভালবেসে কেউ অনাথ পুষবে না৷                ✍ প্রভাত..🌠

ফেরিওয়ালার খোঁজে

Image
প্রভাতি গানের ফেরিওয়ালা, লুকায়ে আছ কোথা? গানের আশায় গুনিছে সেকেন্ড কয়েক শত শ্রোতা৷ অন্তরে যার মুক্তো গাঁথা, সাগর সম নীল, লেখার জাদু জাগায় মনে হর্ষ অনাবিল৷ মহিষাসুর খুঁজিয়া যায় ইতিহাসের ভিত, অজ্ঞানতার ধোঁয়াশা ঘুচায়ে ফিরাও সম্বিত৷ ইচ্ছে ডানায় ভর করে সে হারায়ে গেল কোথা? হয়তো তাকে রাখিছে বাঁধিয়া জীবনের ব্যস্ততা৷ সকাল হতেই, ডাকিছে সকল পাঠক জনস্রোত, আসুন আবার সবার মাঝে, গল্প কিছু হোক৷                     ✍ প্রভাত..🌠

পেঙ্গুইনের খোঁজে

Image
এই কপালের ভাঁজের মাঝে লেখা আছে নামটি কার? আজ অবধি পাইনি দেখা, দোষ কি তবে ব্যস্ততার? ছুটির দিনে সন্ধে বেলা তারা দেখার ফুরসতে, একটা ছোঁয়া হাতড়ে বেড়াই মন খারাপের জোছনাতে৷ রাস্তা জুড়ে কতই দেখি প্রেম চলেছে হাত ধরে, ভাবছি কবে আমার জাহাজ ঠেকবে সঠিক বন্দরে৷ গোষ্ঠ গোপাল গান ধরেছে, পাশের কোন ফ্ল্যাট থেকে, ছাদেও যে এক হৃদয় আছে, তার খবর আর রাখছে কে? কাব্য যখন মানুষ টানে, হঠাৎ দেখি লাভ সাইন, নিজের মনেই ভালবাসার খুঁজতে বেরোই পেঙ্গুইন৷                          ✍ প্রভাত..🌠

গন্তব্য

Image
গন্তব্য শরীর চেনে বৈধতা হীন ক্রীড়াঙ্গন, অবৈধতা ইঁট পেতেছে, ছাদের আশায় দিন যাপন৷ গর্ত দেখেই বিষধরের বংশ চেনা যায়, লেশ হীন এক কৃতজ্ঞতার, চূড়ান্ত পর্যায়৷ ধার করা সব মুক্তো মণি, আগলে রেখে ফোঁস, স্পষ্ট চোখে আয়না দেখে ঢিল ছোঁড়ে আক্রোশ৷ এ অভিশাপ খন্ডাবে কে? ভবিষ্যতও দীন, কাঁটায় কাঁটায় লোভীর মৃত্যু হওয়াই সমীচীন৷ সীতার বনবাসেও আছে রামের কিছু দায়, কৈকেয়ী হীন রামায়ণ এক অপূর্ণ অধ্যায়৷ কিছু ক্ষতও জমিয়ে রাখে তাচ্ছিল্যের সিকি, নতুন কোন রামায়ণ ঠিক লিখছেন বাল্মীকি৷                        ✍ প্রভাত..🌠

প্রেমহর্ষ

Image
ফোঁটায় ফোঁটায় পাতা দুটির শরীর ছোঁয়া যায়, পাখির ঠোঁটেও প্রেম উড়েছে মেঘের সীমানায়৷ বাতাস কণাও বইছে হাজার ভায়োলিনের সুর, মেঘ প্রেমিকার স্পর্ষ পেতে ব্যস্ত সমুদ্দুর৷ ভালোবাসার ছাপ চলে যায় বকের পায়ে পায়ে, কিছু আদর পূর্নতা পাক আবদারি অন্যায়ে৷ ঝলসে ওঠা ঝড়ের মাঝে মরুভূমির উঁট, প্রেমের দিশায় ঠিক ফিরে যায় বিহঙ্গ দলছুট৷ ক্লান্ত বিকেল সোহাগ মোহে আনন্দিত হয়, বুলেট বিদ্ধ চাতক চোখে হর্ষিত অব্যয়৷                    ✍    প্রভাত .. 💕

উষ্ণতা

Image
ফুটপাথ ভেজে, আমগাছ ভেজে, ভেজে বারে বারে মন, মেঘলা সকাল, হেমন্ত কাল, রাই ঠোঁটে চুম্বন৷ আনকোরা বুক, দিশাহীন, চুপ, উষ্ণতা মেপে চলে৷ ঠান্ডা বাতাসে, শরীরী সুবাসে, নিঃশ্বাস কথা বলে৷ আঙুলের ফাঁকে, আঙুলেরা থাকে, ভাগ করে যন্ত্রণা, জানালার কাঁচে, ওই দূরে গাছে, কোকিলের সুর শোনা৷ কিছু কথা ছিল, সে ও বলেছিল, চলো বাঁধি সংসার, স্মৃতিগুলো ভারি, তুমিও তোমারি, আমি তো নই আমার৷ ফ্ল্যাটঘরে একা, বাঁচতে শেখা, কারো নেই অনুতাপ, কাব্য মলম, সঙ্গে কলম, উষ্ন কফির কাপ৷                          ✍ প্রভাত..🌠