Posts

বিলম্ব

হে জীবন বিলম্বে জড়ালে৷ ঠিকানা হারানো স্রোত অন্ধকারে ঠেলে ক্লান্তির প্রলাপ, মৃত প্রায় বধ্যভূমির কিনারে হে জীবন বিলম্বে জড়ালে৷ কত খুন, ক্ষতে খুন, গ্লানি.. ভেতরে মরার আগে ন...

নীলকণ্ঠ

ছিল না ওপরে কিছু, কিছুই ছিল না বাঁধা চোখে ভালবাসা ছাড়া৷ গরমে ঘামের দাগে ছাই.. ঘৃণার চৌকাঠে কোনো দূরত্ব ছিল না৷ পিঠে পিঠে এতকিছু.. বোধের সীমানা পেরিয়ে আসার আগে সীমানা ছিল না৷ ...

বিরহ পেরিয়ে এলে

নৈঃশব্দের বৃষ্টি থেকে ঘুঙুর ঝঙ্কার৷ সন্ধ্যার নির্জন পথ অতীতের খাতা খুলে কী যেন মোছার চেষ্টায়৷ পশ্চিমি তুষারে ঢাকা ট্র্যাডিশন ছেড়ে জানালা এপার থেকে রবীন্দ্রে ডুবেছে... ...

পিপাসায় জল শেষ হলে

আকাশ হলুদ, আজ প্রত্যয় ফিরেছে নিঃস্বতার চৌকাঠ পেরিয়ে নতুন আলোর ঘ্রাণে ছুটেছে হৃদয়৷ সে আজ আমারও নয়৷ সময়ের জানালায় পরোয়ানা জারি পরিত্যক্ত বসে আছে বিষাদ প্রহরী... মৃত্যুকে ...

রাত (১)

ঘুমের আগে শ্মশান ডাকে, সাজো বুকের কোণে আয়না বেঁধে রাখা। ফ্যানের ব্লেডে কাঁদন গীতি, শুনে রাতের মেঘও নীরব স্রোতে ভাসে। চাঁদের কোণে কান্না, ঢোকে ঘরে জানলা বোঝে দূরত্ব কী দী...

বসন্তের চিঠি

বিষণ্ণ নগর পথে বসন্তের ঘ্রাণে তরলীকরণ হওয়া ক্ষতের স্বভাব। বাসনা প্রাসাদ থেকে দূরে.. অন্ধকার চুমু খেলে বিরহে আদর করি তাকে৷ ইশারার পত্রের সারিতে স্মৃতি ভ্রম, অচেনা সংকেত....

প্রজাপতি পুড়ে গেলে

সময় পালিত, ওই ঘোড়াটির ক্ষুর দু পলক দূরে বাধ্যতায় শুঁকে গেছে, নাড়াতে আসেনি৷ যে ফুল ছুয়েছি, বেশ  উড়ে গেছে পরসখ্যতায়৷ বোঝেনি চাষের জমি  যে কর্ষণ করেছে তোমাকে... মালিকানাহীন এ...

তালগাছ

দু-বিঘা জমির মাঝে দৃঢ়, পূর্ণ চেতনায়.. দীর্ঘাকার বীরের ছাতিতে.. নিজেকে দমন করে ওড়াটাও স্থগিত এখন৷ গোল গোল পাতা থেকে পৌরুষের ঘ্রাণ৷ নারীত্ব আসেনি বলে নমনের গৌরবও বোঝেনা৷ শত...

ডাহুক

গভীর শ্বাসের টানে উড়তে উড়তে নিঃস্ব হচ্ছে মেঘ৷ অদৃশ্য ঠোকর থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গের তাপে... রিক্ততা বেড়েছে যত, পূর্ণ তত করেছে আমায়৷ মোহ নাই, দিশা নাই, শুধু প্রেম তৃপ্তির স...

চেতনা

ফেরার সময় শেষ হয়নি এখনো৷ এভাবেই ভিজতে বেশ ভাল লাগে নিভৃত গলিতে৷ ছাতা তো কবেই হারিয়েছে, ইচ্ছে করেই আর নতুন কিনি না৷ হারানোয় এত সুখ তাও কি বুঝেছি? উন্মাদের প্রলাপের মতো ঊনবি...