Posts

দেনা

ভেতর থেকে ডাক এসেছে, উঠতে হবে৷ স্তুতির কাছে মৃত্যু গুলোও মোমের মতন ভোরের মানে রাত ও দিনের এক আলাপন৷ ম্যাচিস জ্বেলে ঘন্টা কয়েক দেখতে হবে৷ ব্যাক্টেরিয়ার উস্কানো চাঁদ, খিদ...

স্ব-বিদ্বেষ

যেটুকু নিচের ছিল, আস্তে আস্তে উঠে যাচ্ছে চুল৷ গান্ধীর লাঠির দৈর্ঘ ছোট হতে হতে লুপ্তপ্রায়৷ তেইশে জানুয়ারিও হাত তুলে দিল্লি দেখাচ্ছে না৷ টবের পেছনে গর্তে রোয়া বুনো গোলা...

মোড়ক

ঘুমিয়ে পড়েছি যেন মাথা রেখে বিষণ্ণ সাগরে৷ যেখানে বাঁচার মত ভেসে থাকা কুটোটুকু নেই৷ বিস্তির্ণ উপত্যকায় ব্যর্থতার পলি স্তরে স্তরে৷ সম্মুখে প্রবাহ, তার চরে চরে দর্শনার্...

অতিক্রম

অতিক্রম করে আসি শিশিরের বিন্দুগুলি ঘুম ভাঙা পাখির ডানায়৷ আয়না দেখে মুখোশ গলিয়ে রওনা যেখানে ধোঁয়ার পাশে প্রেম চকচকে ভাতের নাম ভালবাসা৷ তাও... ধাতব পথের ক্রীজে দৌড়োতে দৌড়...

পুরুষ

ঢেলে দিতে হয় জ্বলন্ত যা কিছু? এমনই ধাতব পাত.. টুঁ-শব্দটুকুও নেই৷ যতই মাড়িয়ে যাও গন্ধমাদনের বুক বিশল্যকরণি ঠিক ওখানে গোপন৷ যতটা পাথর ঠিক ততটা নরমও৷ যে আদি, যে অন্তে... হে দেব ক...

প্রসাদ

দুপাশে মনের বাগান ছাড়িয়ে  মধ্যে গতে বাঁধা ট্র্যাকে                           সবেগে এগিয়ে যাচ্ছি৷ দূর থেকে দেখে নেওয়া সারস পাখিটি আনন্দে কুড়োচ্ছে প্রেম৷ জানলা খোলা, ধা...

দৃষ্টি

প্রতিবার রাহু গ্রাস করে৷ নিভতে নিভতে জ্বলে ওঠা সময় সাপেক্ষ৷ অন্তক্ষরা গ্রন্থি চিনতে বিলম্ব না হয় যেন৷ ওগরানো জলের রং সবাই চিনুক৷ স্রোতের মতই দিন ফেরেনা কখনো৷ বৈভবের ক...

বিবর্ণ

নিংড়ানো ঝিলের ধারে,               জলহীন নিঃস্বার দুয়ারে                           পরিযায়ী পাখিরা আসেনা৷ অভাগা হাঁড়ির মতো সেখানে খাবার পর খড় কুটো কিছুই কী বাঁচে?  গড়াতে গ...

খেয়ালী কীট

তুচ্ছ কেন্নো ভেবে গুটিয়ে নিয়েছি বন্ধ চোখে স্বপ্ন ঘুমেরই ভেতরে সাপের ফনার ফোঁস, অস্তিত্ব ঘেঁটেছে৷ চাঁদ ছুঁতে পাখি হয়ে ওড়াই যথেষ্ট নয়৷ জন্ম বন্ধ্যা যেন ফসল-ও ফলেনা ছিদ্র ...

সম্পর্ক

আবেগের জলগুলি, বিভিন্ন গ্রন্থির দান৷ বিষধর সাপের কামড়? তারও প্রেম পাহাড় সমান৷ জিভে জিভে স্বাদের বদল৷                           নোনা জলে আর একটু নুন... ঢিল ছুঁড়ে উচ্চতা মাপ...