Posts

উত্থান

মরশুমি ঝড়ের ধাক্কা, খন্ড খন্ড কোমরের হাড়৷ শাদা ঘরে জেগে থাকে ফেলে আসা পতন-পাহাড়৷ ভেতরে লুকান কুয়ো,              কখনো ওঠেনি মুঠো জল৷                              বন্ধ্যা, মা...

স্ব-সন্ধান

জ্বলজ্যান্ত ভাবনাগুলো ঘুমিয়ে পড়েছে৷ যেভাবে দিগন্তরেখা ছোঁয়ার প্রয়াসে পাখিদের ডানার স্খলন৷ উড়তে উড়তে হৃদয় বিস্মৃতি, ঘিরে ধরে বোলতার ঝাঁক আসন্ন যুদ্ধের শিবিরে৷ শুনত...

অনুযোগ

সেদিন কদম তলে দুজনার ঝগড়া ফল কী বীজের জন্য... না বীজ ফলের... এ কেমন কথা? দেহ মনের, না কী উল্টোটা৷ এসব ঝালমুড়ি গিলতে গিলতে  হঠাৎ নুনের ডেলা জিভের ডগায় যেন৷ সবার বিচার হয় সন্ধে নাম...

মাইলস্টোন

বিলাস মাইলস্টোন৷ উহ্য প্রিয় প্রজাপতি৷ সবাই সুখের দাস, প্লেনে উঠি উচ্চতা নিরীখে৷ বীরগতি শ্রবণ মধুর, পিপড়েও চায় সদ্গতি৷ যেন আজীবন জ্বলে যাবে ঘর ময় সুখের জোনাকী৷ প্রতিটি ...

নগ্নচক্রব্যুহ

আহার চাইতে... চপ দিলে৷ চাকরি নেই, তো... ঢপ দিলে৷ ভোটের ব্যালটে না চাইতেই                  শশ্মান ঘাটের গঙ্গাঁ আসে৷ কী আনন্দ          কী আনন্দ সায়ানাইডের কুয়োয় খুঁজতে জল                    ডুবছে পঙ্গু, মুমূর্ষু, সন্ত্রাসে৷ শিক্ষা গর্ভে ভেজাল খনির গন্ধ,                          ভূত বাক্য নগ্নচক্রব্যুহে৷ ক্লীবের মতই ছিন্নমুষ্ক শাশক                ললাট চাইতে বুলেট ফেরালে৷                 ✍ প্রভাত ঘোষ.⚡

গ্রহণ

শুকনো গলা, ঘুমিয়ে পড়েছে দিন৷ পিচের ওপর শ্রমিক চাকার দাগ৷ পিঁপড়ের দল গোটাচ্ছে আস্তিন৷ রাতের চাদরে এলিয়ে পড়ে গা.. জানলা খোলা, লাভার মতই রাত৷ ক্লান্ত ভোরে শেয়াল ডাকে না৷ মাথ...

গন্ধ

গন্ধেরা নাবিক হয়, প্রতিটি জাহাজে৷ বাতাস কম্পাস বলে ওইইখানে বাবা৷ নিমপাতা খুঁড়ে বটগাছটিকে পেলাম যখন                        ততদিনে বুঝতে শিখে গেছি৷ রান্না শেষে যে মাড় গড়...

বারুদ

নিজেরই ভেতর        গুটিয়ে যাচ্ছ রোজ...                           মৈথুনরত যত                                        অদ্ভুত ছেলেরা৷                                          ...

দৌড়

মধ্যবিত্ত থেকে আভিজাত্যে পৌছোতে পৌছোতে শুকিয়ে আসে রক্তকণিকা,                                        পুরুষ পাথর৷ পেট্রোলের বাড়বাড়ন্ত..          ঘর থেকে দু-পা বেরোলেই    ...

বিচার্য

মতের অন্তর থেকে মতান্তর পর্যন্ত সময়৷ আন্তরিক-ও সীমান্তে পৌছায় বিলম্বিত লয়ে৷ গড়াচ্ছি...         গড়াচ্ছি...             ধাক্কা খাচ্ছি প্রতিটি মাইলস্টোনে৷              সুন্...