Posts

যাপন ও নৈশ-গ্রহণ

১) গ্রহণ অসহ্য অনুভূতি,  ভোরের বাতাসে ঘন ধোঁয়া৷ আবার কখনো আলো ক্ষীণ হয়ে এলে বাসযোগ্য অন্য কোন গ্রহ খুঁজে নেব৷ ২) পরিষ্কার থালা, স্বচ্ছ ভাত..  এটুকুই সাধারণ চাওয়া৷ মাড়টুকু উ...

তৃষ্ণা

পাঁকের দীঘিতে ডুব৷ অচেনা হরিণ ডাকে এসো কাছে আরও কাছে৷ সে যে অভিশপ্ত ছায়া সে খেয়াল নেই৷ নেশায় ঈশ্বর-ও ডোবে৷ মায়াবিনী রাত... সঙ্গমের তৃষ্ণা শেষে ছুঁড়ে ফেলে লাশ৷ অপেক্ষা নতু...

কুয়াশা

আবার ঘড়ির কাছে নতজানু, বসে আছি এবার সে যদি বলে ঠিক-এর ঠিকানা৷ কেতাবে কেন যে লেখা থাকেনা নসিব! বার বার সূত্রে ভূল, মেলেনা অঙ্কের শেষ৷ জিলিপির প্যাঁচ,                      যেন ...

যতিচিহ্ন

প্রতিটি রাস্তায় যতিচিহ্ন৷  শেষের কবিতা মানে শেষ কে বলেছে? জিজ্ঞাসা চিহ্নের খুব স্বভাব খারাপ, গর্তে সাপ সে খুজবেই৷ বারবার নতুন গন্ধ চায়৷ কী ঝক্কি..         কী ঝক্কি..       ...

বকেয়া

ধূসরের-ও স্বাদ নিতে হয়, রঙিন সময় বড় কম৷ পেছনে লাগাম নেই কোন, রুমালে আত্মসংযম৷ মাধুকরী কাক নয়, বিষাদীয় কোকিলের ডাক-এ রপ্ত করি৷ লাঠি ধরে পারাপার অক্ষম বৃদ্ধাকে৷ চা-এর ভাঁড়ে  ...

পরম্পরা

কিছুটা ধোঁয়ার মত, দূরত্বে ঘনত্ব কমে আসে পুরান সুগন্ধি ফেলে নতু্নের সস্তা সহবাসে... অভিকর্ষ ছাড়িয়ে ধাঁ...          পিছুটান আলো তো মানে না৷ ধাক্কা খেলে বিচ্ছুরণ মনের স্বভাব৷ ...

মলাট

তখন        মধ্যরাত্রি প্রায়৷ কথায়       ঘুম ভাঙানির ডাক৷ পাথর       দুর্গে বিপর্যয়, বুকের       বন্ধ হচ্ছে ফাঁক৷ হাওয়ায়      ভীষণ রকম জোর, পাহাড়        ওড়ার এখন দিন৷ খ...

গন্তব্য

দু-খানা ব্রক্ষ্মান্ড, রাতে নক্ষত্র জড়িয়ে শীতঘুম৷ সময়ের তালগাছে ভাদ্র তখনো মেশেনি৷ অগত্যা সম্ভাব্য দেশে গন্তব্যের ঝান্ডা পুঁতে ফেলি৷ রেটিনা পলক ভুলে গেলে ব্ল্যাকহোল...

সিগন্যাল

আমার        ঘাসের ডগায় ভুল হঠাৎ           বাষ্পে জমে ছাই৷ ট্রেন-ও        দৌড়োতে মশগুল লাইন          নামতা ভুলে যায়৷ পাশেই         তপ্ত গ্রানাইট, হলুদ           সমস্ত স...

পরিযায়ী

জীর্ণ ছাদ,         খাট, কপাট৷           প্রথম স্নান,                      ভেতর ঘরে দৌড়৷ অন্ধকারে            উষ্ণ গায়ে                নরম পায়ে                       শুঁকতে ...