Posts

এসো মেঘ

তারও পরে কোন মেঘ জমে যাবে৷ দোটানার অলীক ভাবনাহীন এক জমায়েত৷ দূর থেকে গভীর নক্ষত্রবুকে                                 লেখা কিছু চিঠি মুক্তির আনন্দে ঠোঁটে ঠোঁট         ...

সাময়িক

একদিন এসেছিল নদী হয়ে দুপুরের তাপে, তখন সময়ে মধুমেহ, কে আর হিসেব লিখে রাখে! প্রাথমিক প্রেমে ক্ষির,                           মনে মনে মেলে ধরা ডানা.. শুকনো মাটিতে গাছ জলহীন কখন...

দহন

ব্যর্থতা পাতালে নামে, অশনির গুহার আঁধারে৷ পেছনে ছড়ান কত ভুল!!                             শব্দের কাটকুট খেলা৷ ছাপোষা চাকুরি ক্ষেত,                          সা রে গা মা     ...

তৃপ্তি

অপেক্ষার তৃপ্তি, না কী তৃপ্তির অপেক্ষা! অর্ধমৃত পিরামিডে জমা বহু শতাব্দীর স্পৃহা৷ পারসিক ড্যাফ ধ্বনি আকাশের প্রতি কোণে কোণে... শুকনো যেটুকু ছিল, ভেজার অপেক্ষা অবসান৷ ঝং...

সেলুকাসকে লেখা আমার চিঠি

এ কোন দেশের চিত্র এঁকেছ মৈত্রির ক্যানভাসে? পিথাগোরাসের সূত্রে অমিল, বৈরির তরোয়ালে৷ ঝাঁঝাল গন্ধের ঝাঁকে নাক, দশক, শতাব্দী অগ্ন্যুৎপাত, এক রক্তে বিষের পাহাড়, বিভাজন অন্তর...

বিহঙ্গীত

সাধ্য নেই জাহাজ টানার, তাই দাঁড় বেয়ে ডিঙি টেনে আনি মধ্যবিত্ত বন্দরের বুকে৷            আবছা কুয়াশা ঘেরা             সাগরের বালি তটে শীতল উত্তুরে হাওয়া                   অ...

অনুক্ত ( ত্রৈভবি )

১) সম্পর্কের মিথেনে  বিষাক্ত শ্বাস বেয়ে হৃদয় প্রকোষ্ঠে  যন্ত্রণায় তপ্ত নবাগতা ফুল৷ ২) আস্তাকুড়ে দূর্বার মতই অবহেলা, অপ্রাপ্তিতে বাড়ে কেউ পূজার বেদিতে যাবে বলে৷ ৩) তুল...

স্রোত

নীলাভ চোখের ডালে রক্তাক্ত হৃদয় খুলে রাখা, দেখেছ প্রেয়সী তুমি ঝুলে থাকা হৃদয় জালিকা? বোধি গাছে নিত্য ওম ধ্বনি, তপস্যায় ডাক নাম শুনি৷ উই ধরে ক্ষয়ে আসে প্রেমিকের অধর প্রতিম...

কক্ষপথ

আকন্ঠ মদের বিনিময়ে দু-দন্ড শান্তির খোঁজ৷ নুড়ি কাঁকরের পথে পথে ভিনদেশী হওয়াই সহজ৷ বালি ঢাকা ধান জমি                        চাষির জীবন্ত কবরের বুক জুড়ে নেমে আসে শনি৷ কপাল...

মৌচাক

পসার সাজান ঘর৷ রঙিন, কোমল কারিগর৷ যেন কোন স্নিগ্ধ পাখি,                            সাগরীয় নিশীথ জোনাকি(র) যত্নে বন্দি কিছু বুক চেরা কঠিন পাথর৷ সে বুকের সহনশীলতা, মৌচাকে আক...