পাশবালিশ (লিমেরিক কবিতা)

বিষাদ পাহাড় বুকের ভেতর ডুকরে ওঠে অহর্নিশ৷
ভোরের আলো কালোয় ঢাকে, মনকোকিলের বন্ধ শীষ৷
চাঁদ রাখে না ঝিলের খবর,
নিজের সাথেই দ্বন্দ্ব, সমর৷
টর্নেডোদের জলোচ্ছ্বাসে চোখ মুছে যায় পাশবালিশ॥

Comments

Popular posts from this blog

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত

প্রথম কবিতা তোমার জন্য