পাশবালিশ (লিমেরিক কবিতা)
বিষাদ পাহাড় বুকের ভেতর ডুকরে ওঠে অহর্নিশ৷
ভোরের আলো কালোয় ঢাকে, মনকোকিলের বন্ধ শীষ৷
চাঁদ রাখে না ঝিলের খবর,
নিজের সাথেই দ্বন্দ্ব, সমর৷
টর্নেডোদের জলোচ্ছ্বাসে চোখ মুছে যায় পাশবালিশ॥
বিষাদ পাহাড় বুকের ভেতর ডুকরে ওঠে অহর্নিশ৷
ভোরের আলো কালোয় ঢাকে, মনকোকিলের বন্ধ শীষ৷
চাঁদ রাখে না ঝিলের খবর,
নিজের সাথেই দ্বন্দ্ব, সমর৷
টর্নেডোদের জলোচ্ছ্বাসে চোখ মুছে যায় পাশবালিশ॥
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..