শহীদ একুশ
ভাষাটাই গর্জে ওঠে
দ্বিধাহীন, বুকের ভেতর সম্মীলিত বজ্র প্রয়াস৷
শহীদের রক্ত ছোটে
লিখে যায় মাটির ওপর মাতৃভাষার শেষ ইতিহাস৷
কত রাত ধর্ষিত হয়
নারীদের বক্ষকুটির, প্রসবগুহা৷ নিঃস্ব যোনি৷
কার্তুজ, যন্ত্রণা, ভয়
ক্ষমতার রক্তচোখের বুটের আওয়াজ কেউ শোনেনি৷
তরোয়াল শান দিয়েছে
দু-হাতে হাত মিলিয়ে অহল্যা - রাম, মোল্লা, বিদুষ৷
বাংলার গর্ব বাঁচে,
ভাইদের বিদ্ধ বুকের শক্ত জোয়ার শহীদ একুশ৷
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..