হৃদমোহনা

প্রথম তো নয়, আবার শুরু৷ বাসন্তি রোদ৷ অপেক্ষা৷
মুহূর্তদের মাপতে থাকি৷ ধার রেখে দিই ব্যস্ততা৷

নিজেই যখন দিচ্ছি ধরা, একটু না হয় নার্ভাসও...
নতুন মাটি ঠিক খুঁজে নেয় দিক হারা কলম্বাসও৷

চোখের তারা রাস্তা মাপে, চলতি গাড়ি, ট্রাফিক, ভীড়৷
কোন কাঁচে আজ বন্ধ আছে বিমুগ্ধতার সে কাশ্মীর৷

আসবে কখন? প্রশ্ন করে বুকের ভেতর লাব-ডুবও,
প্রতীক্ষা শেষ, নামছে বাতাস৷ ক্লান্তিছায়া নেই তো ওর৷

দু-এক কথায় গোলাপ ফোটে, চুপকথাতেই শান্তি বেশ,
লবন হ্রদের হৃদমোহনায় মিষ্টি হাতের ক্ষীর-পায়েস৷

ঠোঁটের তখন কথায় ভাটা, হাসছে শুধুই, ভাবছে আর...
স্তব্ধ থাকুক মুহূর্তেরা, দীপ নিভে যাক ব্যস্ততার৷

ছুটছে সময় রকেট বেগে৷ ফেরার পালা৷ যন্ত্রণায়..
"বাই" করা হাত বলছে যেন আবার কাছে আসতে চায়৷

দৃষ্টি মেলার সময় জানে ক-দিনে ক-হাজার মিস্,
সঙ্গী দুটি হৃদয় যখন, গাছের তলাও গ্রীস-প্যারিস৷
                        ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য