ফাগুনের রং লাল
ওরা বসন্ত মাখে বন্দুকের নলে৷ নেশাতুর রাষ্ট্র শ্লোগানে কাপড় খুলে বীর্যাঘাত৷ পলাশ কুঁড়ির স্তব্ধতায় জলবায়ু নগ্ন হয়ে যায়৷
ফাগুনের রং লাল৷
রক্ত শুকান বালি, মাটি বিকল্প আবীর৷
কচি সুরে হাহাকার গান৷
গ্রন্থের পাতা ছাড়া কোন দেশে আছে ভগবান?
ধ্বংসধোঁয়ায় ঝাপ ফেলে চোখ৷
শিশুরক্তহোলির রাষ্ট্রে বসন্ত জ্বলে যায়৷
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..