প্রেমস্লোগান

উষ্ণ দেহের গন্ধ মাখে প্রেমিক প্রতি নিঃশ্বাসে৷
উঠছে স্লোগান ভালবাসার, ঝড়ের মতই, চারপাশে৷

প্রতিক যখন হৃদয় আঁকা, লাল গোলাপের ঝান্ডাতেই,
প্রতিক্ষাদের কষ্ট আছে, স্বপ্ন আছে৷ কান্না নেই৷

মনের ভেতরর সুরের পাহাড়, ছন্দে বাঁচে অন্তঃমিল৷
অঙ্ক ডোবে সমুদ্রতে, কাব্য ওড়ে অন্তহীন৷

জাহাজ ভাসে ঢেউয়ের প্রেমে, দিক খুঁজে নেয় বন্দরের৷
লক্ষ প্রেমের সূর্য উঠে চোখ ধুয়ে যাক ঈশ্বরের৷

পূণ্যস্নানের প্রারম্ভে ওই জড়িয়ে ধরা নীল বুকে
আদরবাসার পরশ মাখে৷ কাটুক না ঠোঁট নিন্দুকে৷

বাঁচুক প্রেমিক, উঠুক জোয়ার প্রত্যাশা ও সম্ভবের..
নীলের ওপর ফুটবে গোলাপ ভালবাসার, বিপ্লবের৷
                        ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য