লীলাশেষে
সে আজও বন্যা নামায়
চোখে যার কাজল কালো মৃত্যুরেখার শেষ সীমানা৷
মুছে নেয় সস্তা জামায়,
কত রাত ফুটলে হৃদয় বিস্বাদই হয়, সর জমেনা...
ও ছিল আলগা পীরিত
দু পেগেই কৃষ্ণলীলার স্বপ্নে রঙিন৷ আজ ফ্যাকাশে৷
শুষে নেয় সীতার চরিত
মিনিটেই আর্তনাদে সতিচ্ছদের রক্ত ভাসে৷
নেশাদের ঘুম ভাঙে যেই
ছুঁড়ে দেয় সস্তা ঝি-এর বীর্য মাখার সব বকেয়া৷
ঘৃণাদের সর্বনামেই
ফুটপাথে পুড়তে থাকে স্টেটাসহীনার খুচরো খেয়াল৷
শরীরের অংশ বাড়ে
নিদাঘের হাস্নুহানার সাগর বুকেই সমাপ্তি ডুব,
সে পাখি জীবন ছাড়ে৷
দিশাহীন ভালবাসার বকশিষে আজ মৃত্যু, মুকুব৷
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..