দম্ভ

মিথ্যে, দানের গর্ব, চাঁদও নির্বোধ৷
ক্ষণস্থায়ী সবই নদীর বাঁকে৷
শেষের প্রবল রক্তচাপে শ্বাসরোধ,
কয়েক মুঠো ছাই-ই পড়ে থাকে৷

মূল্য অনেক মনের সরলরেখার,
শ্মশান জানে অন্তঃ কোথায় দম্ভের৷
জলের কাছে অনেক কিছুই শেখার,
ফুটবে জীবন৷ মৃত্যু টেনে আনবে৷

কয়েকটা পা রেয়াৎ জানায় পথে৷
ছিন্ন ঘুড়ির অহং ওড়ে স্বরে৷
গাছ ভাঙে না ঘুমের ঐরাবতে,
সব দিনই তো এক নয় বৎসরের৷

উল্টে দোয়াত নষ্ট কালি, পাতা...
ভিজলে তুনীর গ্রন্থ লেখে ঠাঁয়৷
গভীর জলেই শান্তি, নীরবতা৷
শেকড় বাঁচে, ফুল শুকিয়ে যায়৷
               ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য