মননপ্রদর্শনভূমি

খুঁজতে গিয়েছি ঈশ্বর, মননপ্রদর্শনভূমিতে৷ "তমশ" এর মাথা কেটে খেয়াল জুড়ে, মশাল জ্বলেছে কাতারে কাতারে৷

বারে বারে ছুটে যাই বাতাসের মত, শূন্যস্থান পূরণে৷

দেখেছি, আমি দেখেছি তোমায় ঈশ্বর৷ দূর থেকে৷ অডিটোরিয়ামের শেষ কোণে, ঠাঁসা ভীড়ে পিষতে পিষতে রক্তস্থ করেছি অমৃতবাণী৷ 
জীবন্ত নক্ষত্র, প্রতিটি সত্ত্বার বুকে রক্ষাকর্তা, ব্রক্ষ্মতেজ৷ ভবিষ্যতের৷

ঈশ্বরীয় পথ ধরে হাঁটছি আমিও৷ অবিরাম, ক্লান্তিহীন৷ শেষ অস্তরাগের অক্ষরের তীব্র আলোয় যেদিন রক্তাক্ত হবে অন্ধকার, কলমের নিবে...
চাতকহৃদয় ঠিক ছুঁয়ে যাবে ঈশ্বর৷
                   ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য