চন্দ্রবিন্দুহীন

ফুল পিষে যায় রেললাইনে৷ মৃত্যু৷ 
নিকষ কালোয় ম্লান একা নক্ষত্র৷ দিশাহীন৷
গ্রন্থ বাঁচে, গ্রন্থি ক্ষয়ে যায়৷

পিপিলিকার হুল থেকে ফরম্যালিন কেড়ে
সর্বভুকের দলে নাম লিখেছে চোখ৷
অপেক্ষা, কোন এক সাইক্লোনে মিশে যাবে সব রক্ত৷
বুকে ধ্বজা ওঠা শেকড় হবে চন্দ্রবিন্দুহীন৷

প্লাস - মাইনাসে শূন্য হবে না যে দিন,
পাঁচ ইঞ্ছির হৃদয় দিয়ে গোটা পৃথিবী গিলে খাব৷
                  ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য