অ্যাসিডগাছ
বুকে অ্যাসিড মেখে বেড়ে ওঠা গাছ,
মাইলস্টোনে সূর্য রাখে৷ তোলপাড় আকাশ৷
ছুঁড়ে ফেলে নমনীয়তার বীজ৷ নিভে যায় দাবানলে৷ উচ্চ শীরে৷
শৈত্যপ্রবাহের ফুল, রুদ্ধশ্বাস নিদাঘে৷
ঝড় নয়, নত করে আদরবাতাস৷
এক ফোঁটা প্রেমজলে মৃত্যু শোঁকার কলজে রাখা তিমি, ক্ষোভ - ঘৃনার আটলান্টিক পোষে অলিন্দে৷
অ্যাসিড ফোঁটায় ফোঁটায় জীবন খুঁজে অ্যাসিডগাছ হয়ে যায়৷
রাগের হাইড্রোজেন ছেঁকে এক অনু অক্সিজেন মাখাও যদি...
পূর্ণ হবে "থর", ভালবাসাজলে৷
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..