Posts

উৎসর্গ

Image
শব্দ তখন বিশ্বাসে পায় অর্থ,  অবোধ জ্ঞানের দিক হারা জিজ্ঞাসা৷ ভরসা কেবল বাঁচতে শেখার শর্ত, এক ঠিকানায় পূর্ণ যখন আশা৷ আকাশ ঢেকে ছুট্টে এল মেঘ, সেই তো সবে উঠছি সিঁড়ি, বারো... হৃদয় জুড়ে বিস্ময়, উদ্বেগ, স্মৃতির ক্ষয়ে সুর ভোলে সংসারও৷ দু-এক পায়ে উঠেছি অনেকখানি, প্রলেপ বিহীন ব্যথাও আসে বার বার৷ জানেও না সে, কষ্ট কতখানি, কিশোর বয়স সামলে রাখাই দরকার৷ ভরসা বলতে ফিমার আছে মজবুত, সাহস যোগায়, এগিয়ে চলি আরও৷ অন্ধকারের পথ ছেড়েছে মেঘদূত, আজ ছুটে যায় দুর্জ্ঞেয় পাহাড়ও৷ সঙ্গে মজুত খাবার, শুধু নির্জলা এক তেষ্টা৷ শব্দতে দুই ঈশ্বরকে বাঁচিয়ে রাখার চেষ্টা৷                   ✍ প্রভাত..💌

বদ্যি

Image
হাতের রেখায় চাঁদ ওঠেনা৷ রুক্ষ ভূমি৷ কাজও৷ ইচ্ছে হারা ব্যাধির কাছে ব্যর্থ কবিরাজও৷ পাতার বুকে জল জমে না, রং লাগে না ঠোঁটে, হৃদয়টাকে আগলে রাখি শীতের উলিকটে৷ চিবুক ছোঁয়া আবদার কই? তুই তো আমার বল্.. শান্ত এখন মনের ঢেউও৷ বালিয়াড়ি৷ সমতল৷ বুকের ভেতর গরম বাতাস, জ্বলন্ত দেশলাই, অনল কী আর জল ছিঁটিয়ে সামলে রাখা যায়? ভরছে ধোঁয়া, রুদ্ধ শ্বাসও৷ কাশছি, তবু বাঁচছি না৷ বিধির ওপর কলম চালাই, সে তো আমার সাধ্যি না৷ অশ্রু ফোঁটায় কেই বা নিজের প্রতিচ্ছবি দেখতে চায়? বাঁচবে আবার মারণ ব্যাধি, একটা নতুন বদ্যি চাই৷                       ✍ প্রভাত..💌

বিধান

Image
ঝরলে লালা, গুদামঘরের কাটা ঘায়ে তেল লাগাও, মুক্ত কর অন্ধকারে, অঙ্গ, যদি বাঁচতে চাও৷ মিছরি মুখে আদর জমে, মিথ্যা প্রেমেও বন্ধ চোখ, কুমীর ঘেরা দিঘির মাঝে আবার একটা সন্ধে হোক৷ পাঁকের জলে ডুব দিয়ে যে মানুষ বাঁচার ছন্দ চায়, করুণা থাক কয়েক ফোঁটা৷ দৃষ্টি দুয়ার বন্ধ প্রায়৷ যুগের শেষে তীব্র কুঠার ঘাড় ছুঁতে চায় স্কোপ খুঁজে, কাক কোকিলের রিলেশনে স্টেপ নিতে হয় লোক বুঝে৷ বাঁচার আগেই মারণ ফলা বিঁধবে গলায়, বন্ধ শ্বাস, পাপীর বিধান খন্ড করাও ভগবানের বদ অভ্যাস৷ চলছে ঘড়ি, ঠিক সময়ে ভন্ড গলার কণ্ঠ ছেঁড়, মুখোশধারীর শেষ বিচারে চোখ ধুয়ে যাক ঈশ্বরের৷                             ✍ প্রভাত..🌠

উত্থান

Image
উপহারের মোড়ক ঢেকে মৃত্যু আসে দ্বারে, প্রেমের কেমো ব্যর্থ যখন গোলাপের ক্যানসারে৷ পিষ্ট হওয়া সময় চাকায় দশক যেন যুগ, দু-হাত বাড়ায় কান্না তখন, মৃত্যুও উৎসুক৷ দ্বিধার গিরিপথ পেরিয়ে হৃদয় বলে ভাই... শেষ সীমানার পরেও কী আর একটু বাঁচা যায়? রামধনু ঠিক ভরসা যোগায় বৃষ্টি নামার পরেও, এলিজাবেথ নজির গড়েন ব্যর্থ অভিসারেও৷ হৃদয় ভোলাই ব্যস্ততাতে, কন্ঠ সাজাই গানে, পাতায় পাতায় সূর্য উঠুক জীবনের সন্ধানে৷ মারণ হিমালয় পেরিয়ে বিষাদ ভাসুক স্রোতে, নতুন প্রেমের রাগ বাজিয়ে ধূসর পিয়ানোতে৷                          ✍ প্রভাত..💛

অন্তকাল

Image
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরা অন্ধকার, আকাঙ্খাদের শেষ বিন্দুর রক্ত চায়৷ একাকিত্বের শিরায় ছোটা ব্যর্থতার গল্পগুলো তোমায় ছুঁতে হাত বাড়ায়৷ পাঁকের ভেতর ঢুকতে ঢুকতে বন্ধ শ্বাস, গভীর তলে সে যেন কোন্ মারণ কূপ৷ মরার আগে স্বপ্ন দেখার বদ অভ্যাস ভগবানের সামনে বসে জ্বালায় ধূপ৷ অবজ্ঞাতে তুচ্ছ করা সময়টা, পেছন ফিরে পাহাড় চূড়ায় দেখতে পাই৷ চতুর্দিকে ঘুরছে শনির বলয়টা, বাঁধন ছিড়ে নতুন করে বাঁচতে চাই৷ একটা খুঁটি পেলেই আবার বাঁচবো ঠিক!! স্তব্ধ ঘড়ি৷ সূর্য হারায় পূর্ব দিক৷                  ✍ প্রভাত..🌅

ধর্ষন ধার্মিক

Image
নগ্ন পূজার দগ্ধ শরীর শান্তির বিছানায়, জমবে ভালই এভাবেই যদি ধর্ষন করা যায়৷ একাধিক বার শিশ্নের ঘায়ে রক্তে ভেসেছে পূজা,  বেঁচে থাক তবু ন্যায়ের দেশে বিধর্মীদের ধ্বজা৷ মৃত্যু যখন নিশ্চিত ওই পেট্রোল ঢালা গা'য়, তৃণের মূলেও মুখ লুকিয়ে ধর্ষক হওয়া যায়৷ সংবাদরা বাজার খোঁজে ভিন রাজ্যের চোখে, বিবেকটাকে বন্ধ রেখে ক্ষমতার সিন্দুকে৷ ধর্ম ভেদিক ক্ষতিপূরণের কষ্ট সাময়িক, বিচার জানান আমার দেশে ধর্ষকই ধার্মিক৷ ছত্রছায়া ধর্ষকময়, হাইকোর্ট দিশাহীন, সেই সমাজে পূজার মৃত্যু হওয়াই সমীচীন৷ ধর্ষন, খুন ছোট হয়ে যায় ধর্ম পোষার খাঁচায়, দেখি আজ সে কোন ভগবান এ রাজনীতি বাঁচায়৷                          ✍ প্রভাত..🌠

বদল

Image
যুগের ওপর যুগের পাহাড় জমছে বিবর্তনে, মৃত্যু যে কত সার্থক, সেটা বদলে যাওয়াই জানে৷ দিশাহীন প্রেম কিচ্ছু জানে না, শুধু ভালবেসে যাওয়া ছাড়া, ধ্বংসের পথ ভারি করে চলে প্রেমহীন বাটখারা৷ পিছোতে পিছোতে ঢুকে যাই রোজ, বন্ধ ঘরের দ্বার, সুনামির ঝড়ে চোখ তুলে দেখি বিষাদ অন্ধকার৷ দ্বীপ নির্জন, সীমাহীন ভয়, একা ছুটে ফেরে মন৷ অন্তর্মুখী টান খুলে দেয় তরণীর বন্ধন৷ মুক্ত তরী ডুবায় যখন মাঝ সাগরের ঢেউ, ঘর কখনোই ছাড়ে না মাটি প্রবল বন্যাতেও৷ প্রেমহীন ধূলো ঢাকছে আকাশ, শেষের অস্তরাগে, কেউ যদি আজ জড়িয়ে ধরে বদলে যাবার আগে!!                         ✍ প্রভাত..🎻

বিভাবরীর শেষে

Image
কয়েক কথায় জীবন খুঁজে পাওয়া, জমছে পাড়ে জলের কিছু ঋণ৷ চাঁদের আশায় মেঘ সরিয়ে যাওয়া, জ্যোৎস্না ধরে রাখাই সমীচীন৷ ইচ্ছেগুলো কর ছাড়া কী তাই? একটা তুমি, অনেক মনের ডাক৷ রাস্তা যখন চলার অপেক্ষায়, আপনি গুলো আপন হয়েই থাক৷ ঠোঁটের কোনায় ঝিলিক দেওয়া রোদ, প্রেম বেঁচে থাক সালোকসংশ্লেষে৷ শান্ত যখন অপেক্ষাদের ক্রোধ, আলোর আভায়, বিভাবরীর শেষে৷                  ✍ প্রভাত..💓

জ্যোৎস্না প্রেমের রাত

Image
জ্যোৎস্না ছটায় আকাশ ভরা রাত, মনের ওপর চাঁদের আলোকপাত৷ কলঙ্কে নেই দৃষ্টিহীনের ভয়, অন্ধ না কী ভালবেসেও হয়!! শান্ত জলে চাঁদের ছায়া রোজ প্রেমিক পাখির স্তব্ধ তখন গান৷ চাঁদের বুকে মৃত্যুও সহজ, জমছে যখন টুকরো অভিমান৷ আজকে রাতে চাঁদের দেখা কই? ক্লান্ত না কী? হয়তো কোথাও ব্যস্ত৷ হোক কোন দিন গল্প সামান্যই, আঙুল ছোঁয়ায় চুলও অবিন্যস্ত৷ স্মৃতির চাদর মোড়া হাজার কথায়, হঠাৎ হবে রাত পেরিয়ে ভোর৷ জড়িয়ে ধরে বেবাক নীরবতায়, ভালবাসায় সেকেন্ডও মন্থর৷               ✍ প্রভাত..💛

এভাবেও ফিরে আসা যায়

ঘরেই যখন ওঠে আর্তনাদ, ছোটবেলাগুলো আর পড়ত না৷ শহরের মেষে ঢোকা, সিগারেট খেতে শেখা, সুরাতেই টেনে গেছে মন৷ বিজ্ঞান নিয়ে পড়া ছেলের দল, বুঝতে পারেনি ওই মফঃস্বল, অকালেই বখে যাওয়া, জীবনের ঠকে যাওয়া, যৌনতা করে সন্ধান৷ কোনমতে পাশ করা, কলেজের হাত ধরা, চাকরির ভিষণ তাড়ায়, পালিয়ে এসেছি আজ যন্ত্রণা ঘর থেকে মানসিক বিভৎসতায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়৷                         ✍ প্রভাত.💌