অক্সিজেন
শূন্য আকাশ৷ ছন্নছাড়া, বোহেমিয়ান পাখির মত৷ উল্টে গেলে কয়েক পাতা নতুন প্রেমিক জন্ম নিত৷ আগুন জোয়ার উঠছে না আর, বন্ধ্যা তিমির খুঁড়ছে যে যার.. রঙিন মরিচিকার টানে ছুটছে সবাই সাধ্য মত৷ উল্টে গেলে কয়েক পাতা নতুন প্রেমিক জন্ম নিত৷ সাগর তলে, অন্তহীনে, সিলিন্ডারের বয়স কত? থাকলে বুকে সূর্য তবু অক্সিজেনের জন্ম দিত৷ ডুবছি, ডুবছি, ভাসছি না আর৷ গ্রহের মতই ঘনান্ধকার৷ এক এক শ্বাসে তলিয়ে গেছি, মৃতই, কোন জড়ের মত৷ থাকলে বুকে সূর্য তবু অক্সিজেনের জন্ম দিত৷ খাচ্ছি হোঁচট অন্ধকারেই৷ শরীর জুড়ে রক্ত, ক্ষত৷ উল্টে গেলে কয়েক পাতা নতুন আলো জন্ম নিত॥ ✍ প্রভাত.💌