ঘরানা

আমাদের ঘরানায় প্রাণ নেই কোনো
আমাদের ঘরানায় মৃত্যু শেষে আলো
কিছু রং ইতি উতি গুলে নিয়ে দেয়ালে, তুলিতে
নিষ্প্রাণ চেয়ারে মন বসে বসে কাঁদো৷

তোমার সামর্থে আছে বাতাসের গান
তুমি নিজে সুর করে গেয়ে দিতে পারো
দাঁড়িয়ে থেকেই জোড়া তবলার মতো উঠলে বেজে
দম্ভ শেষে ভয়নৃত্যে নাচবে সমারোহ৷

এতই যে নেচে উঠছ নিজের ভেতর
নিচ থেকে নীচ গর্বে হত্যা হয়ে যাও
ঘরানা এতই দীন প্রাণবায়ূ ধার করে নিতে
ছায়াকে অমৃত ভাবে মমির ফ্যারাও৷

আমাদের ঘরানায় মোম শেষে মমি
তোমাদের ঘরানাটি যদিও সেকেলে
অনাহূত আমরাই, অন্ধকারে দেখেছে প্রত্যেকে
কাফন ছাড়াই তুমি মৃত্যু শেষে এলে

Comments

Popular posts from this blog

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত

বন্ধু তোমায় ধন্যবাদ