ঘাটতি (৩)

এমন সন্ধ্যাও আসে উড়ন্ত জ্যোৎস্নার মতো 
গুচ্ছ গুচ্ছ মায়াবী ময়ূরী-রাজহাঁস
রাধার বসন পরে নেমে আসে আমাদের ছাদে
যেন নর্তকীর ঝাঁক হাতে ধরে প্রেমিক বানাবে

সন্ধ্যাপেঁচা ঘুরু ঘুরু এপাশে ওপাশে
হালকা বাতাসের ডানা কোলে তুলে ওড়াতে এসেছে৷
ঝিঁঝি ডাক মৌনতায় স্বপ্ন কাঁধে
নিয়ে যায় বহু দূর ফেলে আসা গ্রামের কিনারে
সে পুকুর, জোড়, প্রান্তে গোধূলিতে বাথানের খেলা,
শাড়ি গুঁজে টিউকলে জলকে যাওয়া মেয়ে..
মেঠো পথও নেশা করে,
বৃষ্টি শুরু হলে তার নেশামুগ্ধ গন্ধ পাওয়া যায়৷

এভাবে উজাড় করে উপহারও দেয়নি আগে কেউ৷
তবু এরা প্রশ্ন করেনা
মৃত্যুর উঠোনে কেন এতদিন ফেলে এসেছিলে

Comments

Popular posts from this blog

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত

বন্ধু তোমায় ধন্যবাদ