ঘাটতি

যে পথে যোগান আসে 
বিপরীতে মন্দা, হাতে একগুচ্ছ তির

পুকুরকে নষ্ট করবে বলে বাড়ে
কচুরিপানার দম্ভবিষ

হারানো ডানারা ওড়ে, রং লাগে ফুলের বিন্যাসে৷
একা চাঁদ ফুটে আছে ধোঁয়াহীন 
বহুদিন পর

এখন শহর জানে
ক্ষমতাও অস্থায়ী জৌলুষ

বাতাস যোগান আছে
              ঘাটতিতে রয়েছে মানুষ৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য