ঘাটতি
যে পথে যোগান আসে
বিপরীতে মন্দা, হাতে একগুচ্ছ তির
পুকুরকে নষ্ট করবে বলে বাড়ে
কচুরিপানার দম্ভবিষ
হারানো ডানারা ওড়ে, রং লাগে ফুলের বিন্যাসে৷
একা চাঁদ ফুটে আছে ধোঁয়াহীন
বহুদিন পর
এখন শহর জানে
ক্ষমতাও অস্থায়ী জৌলুষ
বাতাস যোগান আছে
ঘাটতিতে রয়েছে মানুষ৷
বিপরীতে মন্দা, হাতে একগুচ্ছ তির
কচুরিপানার দম্ভবিষ
একা চাঁদ ফুটে আছে ধোঁয়াহীন
বহুদিন পর
ক্ষমতাও অস্থায়ী জৌলুষ
ঘাটতিতে রয়েছে মানুষ৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..