প্রলয়শিয়রে
আমার বাবার মতো কোটি কোটি হৃদয়ের কোণে
অনিশ্চিত আরোগ্যের দেশ
ঢেউয়ের ওপরে বসে বেঁচে থাকা, ভাসার লড়াই৷
অদৃশ্য আঁধার থেকে ছুটে আসা অলক্ষ্যের গুলি...
তারই মাঝে বর্মহীন জীবনযাপন
পাখিরা নিশ্চুপ মানে কাছেপিঠে প্রলয় এসেছে
খসেছে তারার বাণী "স্তব্ধ হও প্রাণ, খেলা করো নিসর্গশোভায়"
প্রকৃতিক্রিড়াও এক ধ্বংস সমাবেশ
দাসত্ব মানে না সে—
মৃত্যু আসবে বলে জাগে ঈশ্বরবিদ্বেষ৷
অযথা আঙুল দিয়ে খোঁচাটি না দিলে সাপ এসে ছোবলও মারে না৷
পেছনে আগুন নিয়ে বসে আছে দূত৷
ভালবাসা খেলা ও সংসার—
খাদের ওপর থেকে নিচের জমাটি মেঘ যেভাবে দেখেছি
তারও নিচে নগ্ন বসে নিঃস্ব ভবিষ্যত৷
অনিশ্চিত আরোগ্যের দেশ
ঢেউয়ের ওপরে বসে বেঁচে থাকা, ভাসার লড়াই৷
অদৃশ্য আঁধার থেকে ছুটে আসা অলক্ষ্যের গুলি...
তারই মাঝে বর্মহীন জীবনযাপন
প্রকৃতিক্রিড়াও এক ধ্বংস সমাবেশ
দাসত্ব মানে না সে—
মৃত্যু আসবে বলে জাগে ঈশ্বরবিদ্বেষ৷
ভালবাসা খেলা ও সংসার—
খাদের ওপর থেকে নিচের জমাটি মেঘ যেভাবে দেখেছি
তারও নিচে নগ্ন বসে নিঃস্ব ভবিষ্যত৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..