ঝুল

আমাদের হাত আমদেরই কাছে থাকে
আমাদের হাত বহুকাল গেছে বাঁধা
কেউ ধরে ফেলে শূন্য হবার ফাঁকে
আরও শূন্যতা নিয়ে আসে প্রত্যাশা

আমরা যতই আমি'র মধ্যে বাঁচি
আমার ভেতরে আমি হতে থাকে বড়
বড় হতে হতে ঢেকে ফেলে বোধ মাটি
বিভেদী নীরব ফাটলের মতো গাঢ়

প্রশ্নেরা আরও প্রশ্নের ঘরে ঢোকে
আমার প্রশ্ন আমিহীন আর নয়
উত্তর বসে নিশ্চুপ ঘেরাটোপে
কে কার জন্যে? জিজ্ঞাসা পড়ে রয়

হৃদয়ের বই নীরবেই পড়ে থাকে
না পড়ার ঝুল এ দিনে দিনে বাড়ে বোঝা
আমরা যেদিন বেছে নিই সন্ধ্যাকে
রাতে শুরু করি সূর্যের আলো খোঁজা...

এখানে আঘাত চিহ্ন ছাড়েনা কিছুই
অনেক পেছনে ধোঁয়াপ্রত্যাশা গান
নীরবের দ্বেষ নরকের চেয়ে নীচু
স্পর্শের চেয়ে বড় নয় অভিমান৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট