ঘাটতি (২)

হঠাৎ বাতাস এসে বলল তুই
যেভাবে আছিস বসে রাস্তাটিকে স্বপ্ন মনে করে
দূর থেকে শান্ত হয়ে হারানো শান্তিকে
দেখ্ দেখ্ , এভাবেই ধ্বংস হয় বাবুর পালুই৷

ছোঁয়াচে সময় আজ তোর কাল অন্য কারও হয়৷

পালা করে করে তুইও ডাল-পালা
কেটেছিলি মহানন্দভোগে৷

আমার চিৎকারে তোর ঠাট্টা হেঁয়ালির
দিন শেষে মহাদীন উঠে আসে সমগ্র রাত্রিতে৷

ও আমার প্রিয়জন হে!

কী ভাবে নিজেকে মেরে আমায় বাঁচালি

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট